কলকাতা: নিজাম প্যালেসে কর্মী আবাসনে আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকলের চারটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন, টিভিতে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে।
জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসের কর্মী আবাসনের ৬ তলায় আগুন লাগে। দমকল কর্মীরা জানাচ্ছেন, আবাসনের একটি পুরনো টিভির শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। টিভি ক্যাবিনেটের পাশেই রাখা ছিল শুকনো জামা কাপড়। সেই কাপড়েও আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে থাকে। তবে CPWD-র তৎপরতায়, নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থাতেই আগুন দ্রুতই আয়ত্তে আনা যায়।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তারপর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা যায়। নিজাম প্যালেসের এক কর্মী বলেন, “একটা টিভি থেকেই আগুন লাগে। টিভিটা ফেটে যায়। আর আগুন ছড়িয়ে পড়তে থাকে। আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং টিম ছিল। তাঁরাই তৎপরতার সঙ্গে কাজ করেছে। কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)