College Street: কলেজ স্ট্রিটে কোনও জমায়েত-মিছিল করা যাবে না, জারি নির্দেশ

Kolkata Police Order: পাঁচজন বা তার বেশি ব্যক্তির জমায়েত, মিছিল, সভা বা যে কোনও ধরনের বিক্ষোভ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানা, মুচিপাড়া থানা ও জোড়াসাঁকো থানা এলাকার অন্তর্গত কলেজ স্ট্রিট সংলগ্ন অঞ্চল।

College Street: কলেজ স্ট্রিটে কোনও জমায়েত-মিছিল করা যাবে না, জারি নির্দেশ
ফাইল চিত্র।Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 22, 2026 | 12:46 PM

কলকাতা: কলেজ স্ট্রিট এলাকায় কোনও জমায়েত করা যাবে না। মিছিলও নিষিদ্ধ। জারি হল প্রশাসনিক নির্দেশ।কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকায় যেহেতু একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তাই পড়াশোনার স্বার্থে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভর্মা ২১ জানুয়ারি এক নির্দেশ জারি করে কলেজ স্ট্রিট ও তার আশপাশের এলাকায় সভা, মিছিল, র‍্যালি, জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছেন। নির্দেশে বলা হয়েছে, কলেজ স্ট্রিট অঞ্চলে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত। সেখানে মাইক ব্যবহার, স্লোগান ও জমায়েতের ফলে পঠন-পাঠনে বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা আগামী ২৫ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত (রবিবার বাদে) কার্যকর থাকবে। পাঁচজন বা তার বেশি ব্যক্তির জমায়েত, মিছিল, সভা বা যে কোনও ধরনের বিক্ষোভ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানা, মুচিপাড়া থানা ও জোড়াসাঁকো থানা এলাকার অন্তর্গত কলেজ স্ট্রিট সংলগ্ন অঞ্চল।

তবে কলেজ স্কোয়ার এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের স্বার্থে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।