CBI New Office: আর নয় নিজাম প্যালেস বা CGO কমপ্লেক্স! নববর্ষে বাড়ি বদলাচ্ছে সিবিআই, ১ বৈশাখ থেকেই নতুন ঠিকানা

CBI New Office: NBCC স্কোয়ারে NIA-র অফিস ইতিমধ্যেই সরে গিয়েছে। নতুন অফিসেরও পাহারার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। সেখানে তাঁদের জন্যেও অফিসের ব্যবস্থা করা হয়েছে। ২৫ থেকে ৩০ জওয়ান সর্বক্ষণ নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

CBI New Office: আর নয় নিজাম প্যালেস বা CGO কমপ্লেক্স! নববর্ষে বাড়ি বদলাচ্ছে সিবিআই, ১ বৈশাখ থেকেই নতুন ঠিকানা
নতুন বছরে নতুন ঠিকানায় সিবিআই Image Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

Apr 09, 2025 | 9:57 AM

কলকাতা: বাড়ি বদলাচ্ছে সিবিআই। আর নয় নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স। এবার থেকে নতুন ঠিকানায় সিবিআই। নিউটাউনে। নিউটাউনে এনবিসিসি স্কোয়ার নামের ঝাঁ চকচকে বহুতল সিবিআই কলকাতা শাখার নতুন ঠিকানা হতে চলেছে। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে নতুন অফিসে বসে তদন্ত শুরু বাংলা নববর্ষ থেকেই। ১৪ তলা ওই বহুতলের ৪টি তলেই হচ্ছে নতুন সিবিআই অফিস।

নতুন অফিসে সিবিআই অফিস সরায় এতদিন পর এবার এক ছাতার নিচে আসতে চলেছে কলকাতা ব্রাঞ্চের সব শাখা। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB), স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ (SCB), ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ (EOB), ব্যাঙ্ক সিকিউরিটিস এন্ড ফ্রড ব্রাঞ্চ (BSFB ), ইকনোমিক অফেন্স ব্রাঞ্চ (EOB) এবার থেকে এক অফিস থেকেই কাজ করবে। গত কয়েকদিন ধরেই নিজাম প্যালেস থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র সরানো হচ্ছে নতুন অফিসে। সিবিআই অফিসার থেকে সব স্তরের কর্মীরা ব্যস্ত নতুন অফিস গোছাতে। সব জিনিসপত্র যাতে নতুন অফিসে যায় তা নিশ্চিত করার কাজ চলছে। 

এতদিন সিবিআই কলকাতা শাখা দু’টি জায়গা থেকে কাজ করছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ ACB-র অফিস ছিল নিজাম প্যালেস। আর SCB, EOB র অফিস ছিল সিজিও কমপ্লেক্সে। সিবিআইয়ের সব অফিসকে এক জায়গায় আনতে গত বছর সিবিআই ডিরেক্টর এসে নিউটাউনের অফিস পছন্দ করেন। শুরু হয় কাজ।

এখানেই হচ্ছে নতুন অফিস

প্রসঙ্গত, NBCC স্কোয়ারে NIA-র অফিস ইতিমধ্যেই সরে গিয়েছে। নতুন অফিসেরও পাহারার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। সেখানে তাঁদের জন্যেও অফিসের ব্যবস্থা করা হয়েছে। ২৫ থেকে ৩০ জওয়ান সর্বক্ষণ নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তবে দক্ষিণ কলকাতায় নিজাম প্যালেস ও সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই দফতর নিউটাউনে সরানোর ‘একতরফা’ সিদ্ধান্তে দূরত্বের জন কর্মীদের একাংশ সন্তুষ্ট নয়। চাপা ক্ষোভ রয়েছে। তবে সিবিআই কর্তাদের যুক্তি, সব শাখা এক ছাতার নিচে আসলে সুবিধাই হবে। পাশাপাশি নতুন অফিসে সবরকম সুযোগ সুবিধা রাখার চেষ্টা করা হচ্ছে।