Suvendu Adhikari: নেতাইয়ে ‘শহীদ স্মরণে’ শুভেন্দুর থাকায় কোনও বাধা নেই, জানাল হাইকোর্ট

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 05, 2022 | 10:02 PM

Calcutta High Court: নেতাইয়ে 'শহীদ স্মরণে' ৭ জানুয়ারি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাজির থাকায় কোনও বাধা নেই। মামলায় বুধবার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

Suvendu Adhikari: নেতাইয়ে শহীদ স্মরণে শুভেন্দুর থাকায় কোনও বাধা নেই, জানাল হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)।

Follow Us

কলকাতা: নেতাইয়ে ‘শহীদ স্মরণে’ ৭ জানুয়ারি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাজির থাকায় কোনও বাধা নেই। মামলায় বুধবার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ঝাড়গ্রামের নেতাইয়ে মৃতদের স্মরণে ৭ জানুয়ারি সেখানে শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে চান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানিয়েছেন, কোনও জায়গায় যাওয়ার জন্য শুভেন্দু অধিকারীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারীর যাত্রাপথে এবং তিনি যেখানে যাবেন, সেখানে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা রাজ্যের দায়িত্ব।

শুভেন্দুর নেতাইয়ে যেতে কোনও বাধা নেই

উল্লেখ্য, ৭ জানুয়ারি নেতাইয়ে যাওয়ার অনুমতি চেয়ে ২ জানুয়ারি রাজ্যের কাছে অনুমতি চেয়েছিলেন বিরোধী দলনেতা। বর্তমানের করোনা আবহে বিধি মেনে সেখানে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। রাজ্য যাতে তাঁর প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করে, সেই কথাও বলেছিলেন। সেই প্রেক্ষিতে হাইকোর্ট আজ শুভেন্দু অধিকারীর নেতাই যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই বলে জানিয়ে দিল।

এর আগে জুলাই মাসের এক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় নিরাপত্তা থাকছেই। তার সঙ্গে রাজ্যের তরফেও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

শুভেন্দুর যাওয়া-আসার পথে নিরাপত্তা দেবে রাজ্য

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেছেন, তার নেতাইয়ে যাওয়ার ক্ষেত্রে কোনওরকম অনুমতির প্রয়োজন নেই। এমনকী এর আগের হাইকোর্টের নির্দেশ থাকায়, তাঁকে যাওয়া-আসার সময়েও নিরাপত্তা দেবে সরকার। তবে ৭ জানুয়ারির আগে, তাঁর যাওয়ার বিষয়ে আগাম জানাতে হবে। সেই অনুযায়ী ব্যবস্থা করবে সরকার। এখনও পর্যন্ত যা খবর, শুভেন্দু অধিকারী শুক্রবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল ৪ টের মধ্যে নেতাইয়ের শহীদদের স্মৃতিতে মালা দিতে সেখানে যাবেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ ই জানুয়ারি নেতাইয়ের গণহত্যার পর থেকে প্রতিবছর জানুয়ারি মাসের ওই দিনটিকে নেতাই গ্রামে শহিদ বেদিতে মাল্যদান করতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। তৃণমূলে থাকাকালীন সেই রুটিনে বদল হয়নি বিজেপিতে গিয়েও। দল বদলের পরেও শুভেন্দু , নেতাইয়ের শহিদ বেদীকে ভুলে যাননি। চলতি বছরেও ৭ জানুয়ারি নেতাইয়ে যাবেন তিনি।

আরও পড়ুন : Amit Shah: ‘কংগ্রেস নেতৃত্বের উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া’, নমোর নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় রিপোর্ট তলব শাহের

আরও পড়ুন : Molnupiravir: পেশি ও হাড়ের ক্ষতির সম্ভাবনা, মলনুপিরাভিরে সায় নেই কোভিড টাস্ক ফোর্সের

Next Article