Liquor Price Hike: শুধু বিদেশি মদ নয়, দাম বাড়ছে বাংলারও, নতুন দাম কত হতে পারে জেনে নিন

Aug 09, 2024 | 7:28 PM

Liquor Price Hike: দাম বৃদ্ধির খবর সামনে আসতেই একদিকে বিক্রেতারা যেমন পুরনো দামে স্টক বাড়াচ্ছেন তেমনই গত কয়েকদিনে সুরাপ্রেমীদেরও ভিড় বাড়ছে দোকানে দোকানে। শোনা যাচ্ছে ১৫ অগস্টের আগেই নতুন দাম কার্যকর হয়ে যেতে পারে।

Liquor Price Hike: শুধু বিদেশি মদ নয়, দাম বাড়ছে বাংলারও, নতুন দাম কত হতে পারে জেনে নিন
প্রতীকী ছবি
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: বাংলায় বাড়ছে মদের দাম। বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছে চাপানউতোর। মদ বিক্রেতাদের তরফে জানা যাচ্ছে দাম বাড়ানো নিয়ে গত মাসের শেষে এক দফা বৈঠক করেছে সরকার। সেখানেই দাম বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। শোনা যাচ্ছে অগস্টের মাঝামাঝি থেকেই বেড়ে যেতে পারে দাম। বিদেশি মদের পাশাপাশি দাম বাড়ছে বাংলারও। বিক্রেতারা জানাচ্ছেন, এখনও পর্যন্ত তাঁদের কাছে যা খবর তাতে বোতল পিছু ৫ টাকা করে বাড়তে পারে বাংলা মদের দাম। 

বর্তমানে JD-র ৫০০ মিলি লিটারের বোতল বিক্রি হয় ১৫৫ টাকায়। তা বেড়ে হতে পারে ১৬০ টাকা। অন্যদিকে JOY এর ৬০০ মিলি লিটারের বোতলের দাম ১৫৫ টাকা। ৫০০ এমএল এর দাম ১৩০ টাকা। এগুলিরও দাম বাড়তে চলেছে। অন্যদিকে বিদেশি মদের ক্ষেত্রে উইস্কি থেকে রাম, ভোদকা, সব ক্ষেত্রেই ৩ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে দাম বাড়তে পারে বলে জানা যাচ্ছে। 

UDC ওয়াইন শপের ম্যানেজার নীল মাশান্তা জানাচ্ছেন তাঁদের কাছে যা খবর আছে তাতে বিদেশি মদের ক্ষেত্রে ৭৫০ মিলি লিটারের এক একটি বোতলের দাম ৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে ৩৭৫ মিলি লিটারের বোতলের দাম বাড়তে পারে ২০ টাকা করে। অন্যদিকে ১৮০ এমএল এর বোতলের দাম বড়তে পারে ১০ টাকা করে। এদিকে দাম বৃদ্ধির খবর সামনে আসতেই একদিকে বিক্রেতারা যেমন পুরনো দামে স্টক বাড়াচ্ছেন তেমনই গত কয়েকদিনে সুরাপ্রেমীদেরও ভিড় বাড়ছে দোকানে দোকানে। শোনা যাচ্ছে ১৫ অগস্টের আগেই নতুন দাম কার্যকর হয়ে যেতে পারে। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article