Arpita Mukherjee: আরও বিপাকে অর্পিতা! এবার পার্থ-ঘনিষ্ঠের দিকে নজর অন্য এক এজেন্সির

সুজয় পাল | Edited By: Soumya Saha

Jul 03, 2024 | 5:34 PM

Recruitment Scam: অর্পিতা মুখোপাধ্যায়কে এবার জেলে গিয়ে জেরা করতেন চাইছেন আয়কর দফতরের বেনামি সম্পত্তি শাখার অফিসাররা। সেই নিয়ে কলকাতায় বিশেষ ইডি আদালতে আবেদন জানিয়েছে আয়কর দফতর। জেলে গিয়ে অর্পিতাকে জেরা করার জন্য অনুমতিও দিয়ে দিয়েছে আদালত।

Arpita Mukherjee: আরও বিপাকে অর্পিতা! এবার পার্থ-ঘনিষ্ঠের দিকে নজর অন্য এক এজেন্সির
অর্পিতা মুখোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায় এবার আরও বিপাকে। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতাকে এবার জেরা করতে চাইছে আয়কর দফতরের বেনামি সম্পত্তি শাখা। অর্পিতা মুখোপাধ্যায়কে এবার জেলে গিয়ে জেরা করতেন চাইছেন আয়কর দফতরের বেনামি সম্পত্তি শাখার অফিসাররা। সেই নিয়ে কলকাতায় বিশেষ ইডি আদালতে আবেদন জানিয়েছে আয়কর দফতর। জেলে গিয়ে অর্পিতাকে জেরা করার জন্য অনুমতিও দিয়ে দিয়েছে আদালত।

সূত্রের খবর, আয়কর রিটার্ন ও বেনামি লেনদেন সংক্রান্ত বিষয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চাইছে আয়কর দফতরের বেনামি সম্পত্তি শাখা। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার যৌথ মালিকানায় একাধিক সম্পত্তিরও সন্ধান পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন বিচারাধীন বন্দি অর্পিতা মুখোপাধ্যায়। সেখানে গিয়েই এবার তাঁকে জেরা করবেন আয়কর দফতরের বেনামি সম্পত্তি শাখার অফিসারার।

উল্লেখ্য, বিগত দিনে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার অর্পিতার বাড়ি থেকে উদ্ধার টাকার সঙ্গে নিজের যোগ এড়ানোর চেষ্টা করতে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কলকাতা হাইকোর্টে পার্থর জামিন চেয়ে সওয়াল করার সময় তাঁর আইনজীবীকে বলতে শোনা গিয়েছিল, অর্পিতা চট্টোপাধ্যায়ের সমস্ত টাকার দায় তাঁর মক্কেলের উপর দিয়ে নিজে সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে চাইছেন।

দু বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু এখনও জামিন পাননি পার্থ ও অর্পিতার কেউই। এসবের মধ্যেই এবার অর্পিতাকে জেরা করতে চাইছেন আয়কর দফতরের বেনামি সম্পত্তি শাখার অফিসাররা।

Next Article