Operation Sindoor: ক্লাস থ্রি থেকে টুয়েলভ! এবার পাঠ্যবইতে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’

Operation Sindoor: সূত্রের খবর, প্রতি ক্লাসে থাকবে আট থেকে দশ পাতার প্রচ্ছদ। ভারতীয় সেনার বীরত্ব ও ফের পাকিস্তানের পরাজয় নিয়ে পড়ুয়াদের সচেতন করতে NCERT-র এই বিশেষ উদ্যোগ।

Operation Sindoor: ক্লাস থ্রি থেকে টুয়েলভ! এবার পাঠ্যবইতে যুক্ত হচ্ছে অপারেশন সিঁদুর
Image Credit source: Social Media

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 27, 2025 | 3:23 PM

কলকাতা: এবার থেকে পাঠ্য বইয়েও ‘অপারেশন সিঁদুর’। শীঘ্রই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচ্ছদ আনতে চলেছে জাতীয় শিক্ষাক্রম পর্ষদ বা (NCERT)। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাসে জুড়তে চলেছে ‘অপারেশন সিঁদুর’। বস্তুত, এর আগে পুলওয়ামা, উরির ঘটনাও পাঠ্যবইতে সংযুক্ত করা হয়েছিল।

সূত্রের খবর, প্রতি ক্লাসে থাকবে আট থেকে দশ পাতার প্রচ্ছদ। ভারতীয় সেনার বীরত্ব ও ফের পাকিস্তানের পরাজয় নিয়ে পড়ুয়াদের সচেতন করতে NCERT-র এই বিশেষ উদ্যোগ। ৪১ বছর পর ভারতীয় হিসেবে শুভাংশু শুক্লার মহাকাশযাত্রার ঐতিহাসিক ঘটনাকেও সিলেবাসের অন্তর্ভুক্ত করা হবে বলে জানা যাচ্ছে।

ফিরে দেখা অপারেশন সিঁদুর

চলতি বছরের ২২ মে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ ছাব্বিশজন পর্যটককে গুলি করে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এরপর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে গোটা দেশ। ঘটনার পনেরোদিনের মাথায় অর্থাৎ ৭ মে ভারত প্রতিক্রিয়াস্বরূপ এয়ারস্ট্রাইক চালায় পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে। সেনাবাহিনী অত্যন্ত নির্ভুলভাবে ধ্বংস করে আসে জঙ্গি ঘাঁটি। চলে সামরিক অভিযান। পাঠ্যবইতে তুলে ধরা হবে ভারতীয় সেনার বীরত্বের দৃষ্টান্ত। কীভাবে তাঁরা সন্ত্রাসবাদীদের আস্তানা ধ্বংস করে দিয়েছে সবটাই পড়ানো হবে পড়ুয়াদের। NCERT-র একটাই লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে বর্তমানে যা ঘটে চলেছে তার ভিত্তিতে বিশ্লেষণী মনোভাব ও জাতীয় নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলা।