
কলকাতা: রাজ্যের দাবিতে মান্যতা। বিতর্ক-চাপানউতোরের মধ্যেই অবশেষে জয়েন্টের দিন পরিবর্তন। ২৩ জানুয়ারি হবে না জয়েন্ট। সরস্বতী পুজো থাকায় পশ্চিমবঙ্গে ওইদিন জয়েন্ট হবে না। পরিবর্তে অন্য কোনও দিন হবে। জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এদিকে এর বাংলার সরস্বতী পুজো ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের কথা মনে করিয়ে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি যদিও বলছে তাঁর দাবিকে মান্যতা দিয়েই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে এর আগে ২৩ জানুয়ারি ন্যাশনাল টেস্টিং এজেন্সি’র তরফে জয়েন্ট এন্ট্রান্সের মেইনস-এর পরীক্ষা দেওয়া হয়েছিল। তাতেই আপত্তি জানিয়েছিল রাজ্য। রাজ্যেরও যুক্তি ছিল, নেতাজির জন্মদিন আর সরস্বতী পুজোপ সঙ্গে বাঙালির আবেগ অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ওই দিন তো বাংলার সব স্কুলে, সব প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তাই ওইদিন পরীক্ষা ফেললে পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে। ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকেও। ক্ষোভের সঙ্গেই বলেছিলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে এরা সম্মান করে না। জানেও না। তাদের কর্তারা আবার বাংলায় এসে বলে, বাংলায় নাকি সরস্বতী পুজা হয় না।” যদিও সেই বিতর্ক-চাপানউতোরের মধ্যেই এবার সিদ্ধান্ত বদল করে ফেলল এনটিএ।
সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্ত বদলের কথা জানিয়ে পোস্টও করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২০২৬ সালের ২৩শে জানুয়ারি সরস্বতী পুজো রয়েছে। তাই পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের কাছ থেকে আসা অনুরোধের ভিত্তিতে ওইদিন পরীক্ষার দিন বদল করা হচ্ছে। ওই দিন যে পরীক্ষা ছিল তা অন্যদিন হবে। নতুন তারিখটি JEE (Main) ২০২৬ সেশন-১ এর জন্য নির্ধারিত অন্যান্য বিজ্ঞাপিত তারিখগুলোর মধ্য থেকেই দেওয়া হবে। এই সংক্রান্ত কোনও সহায়তা বা তথ্য়ের জন্য এনটিএ-র তরফে একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।