কলকাতা: সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ২৭০। তাই মঙ্গলবার একেবারে নেমে এল দুশোর নীচে। স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত করোনা বুলেটিন বলছে মঙ্গলবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের (Corona Infected) সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫। মত্যু হয়েছে ১ জনের। সোমবার রাজ্য়ে একজনেরও প্রাণ কাড়তে পারেনি মারণ করোনা (Coronavirus)। বিগত কয়েকদিন ধরেই রাজ্য়ে করোনা গ্রাফ ছিল নিম্নমুখী। তবে তা একেবারে এক ধাক্কায় দুশোর নীচে নেমে যাওয়ায় স্বস্তি ফিরেছে নাগরিক মহলেও।
রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে –
কলকাতা – মঙ্গলবার আক্রান্ত ৬০। সোমবার আক্রান্ত হয়েছেন ৭৯ জন।
উত্তর ২৪ পরগনা – মঙ্গলবার আক্রান্ত ৫১। সোমবার আক্রান্ত হয়েছেন ৮০ জন।
দক্ষিণ ২৪ পরগনা – মঙ্গলবার আক্রান্ত ১০। সোমবার আক্রান্ত হয়েছেন ১৯ জন।
হাওড়া – মঙ্গলবার আক্রান্ত ৭। সোমবার আক্রান্ত হয়েছেন ১৪ জন।
নদিয়া – মঙ্গলবার আক্রান্ত ১। সোমবার আক্রান্ত হয়েছেন ৮ জন।
পশ্চিম বর্ধমান – মঙ্গলবার আক্রান্ত ১১। সোমবার আক্রান্ত হয়েছেন ৩ জন।
পশ্চিম মেদিনীপুর- মঙ্গলবার আক্রান্ত ৩। সোমবার আক্রান্ত হয়েছেন ৬ জন।
দার্জিলিং- মঙ্গলবার আক্রান্ত ২। সোমবার আক্রান্ত হয়েছেন ২ জন।
বীরভূম – মঙ্গলবার আক্রান্ত ৬। সোমবার আক্রান্ত হয়েছেন ১৫ জন।
পূর্ব বর্ধমান- মঙ্গলবার আক্রান্ত ৪। সোমবার আক্রান্ত হয়েছেন ৩ জন।
পূর্ব মেদিনীপুর – মঙ্গলবার আক্রান্ত ২। সোমবার আক্রান্ত হয়েছেন ১ জন।
জলপাইগুড়ি – মঙ্গলবার আক্রান্ত ০। সোমবার আক্রান্ত হয়েছেন ১ জন।
মুর্শিদাবাদ- মঙ্গলবার আক্রান্ত ০। সোমবার আক্রান্ত হয়েছেন ২ জন।
মালদহ – মঙ্গলবার আক্রান্ত ০। সোমবার কেউ আক্রান্ত হননি।
উত্তর দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ০। সোমবার কেউ আক্রান্ত হননি।
আলিপুরদুয়ার – মঙ্গলবার আক্রান্ত ০। সোমবার আক্রান্ত হয়েছেন ৩ জন।
বাঁকুড়া – মঙ্গলবার আক্রান্ত ১। সোমবার কেউ আক্রান্ত হননি।
দক্ষিণ দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ৪। সোমবার আক্রান্ত হয়েছেন ৫ জন।
পুরুলিয়া – মঙ্গলবার আক্রান্ত ২। সোমবার আক্রান্ত হয়েছেন ৭ জন।
ঝাড়গ্রাম – মঙ্গলবার আক্রান্ত ০। সোমবার আক্রান্ত হয়েছেন ৮ জন।
কোচবিহার – মঙ্গলবার আক্রান্ত ২। সোমবার আক্রান্ত হয়েছেন ১ জন।
কালিম্পং – মঙ্গলবার আক্রান্ত ০। সোমবার কেউ আক্রান্ত হননি।
হুগলি – মঙ্গলবার আক্রান্ত ৯। সোমবার আক্রান্ত হয়েছেন ১৭ জন।