Bangla News Kolkata Number of metros is also increasing on the Sealdah Sector 5 line during Christmas
Christmas 2022 : ভিড় সামাল দিতে বড় ঘোষণা! বড়দিনে শিয়ালদহ-সেক্টর ফাইভ লাইনেও বাড়ছে মেট্রোর সংখ্যা
TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস
Dec 21, 2022 | 10:08 PM
Christmas 2022 : ইস্ট-ওয়েস্ট কোরিডোরেও বড়দিনে চলছে অতিরিক্ত মেট্রো। ওই দিন এই লাইনে ৪৪টি স্পেশ্যাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
1 / 6
বড়দিনে (Christmas 2022) অতিরিক্ত ভিড় সামাল দিতে বড়দিনে নর্থ-সাউথ করিডরে অতিরিক্ত বাড়তি মেট্রো (Metro Rail) চালানোর ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। দমদম-কবি সুভাষ, দমদম-দক্ষিণেশ্বর লাইনে চলবে অতিরিক্ত মেট্রো।
2 / 6
দমদম-কবি সুভাষ, দমদম-দক্ষিণেশ্বর লাইনে বড়দিনের দিন ১৩০টির জায়গায় ২০৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল।
3 / 6
এবার ইস্ট-ওয়েস্ট কোরিডোরেও বড়দিনে চলছে অতিরিক্ত মেট্রো। ওই দিন এই লাইনে ৪৪টি স্পেশ্যাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
4 / 6
সকাল ৯টা থেকে প্রথম মেট্রো চলবে শিয়ালদহ-সেক্টর ফাইভ লাইনে। একই লাইনে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে আসারও প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টাতেই। অন্যদিকে শিয়ালদহ-সেক্টর ফাইভ লাইনে শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আসারও শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা সাড়ে ৭টাতেই।
5 / 6
ওই দিন এই শাখায় প্রতি ৩০ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। অন্যদিকে রবিবার বড়দিনে সকাল ৯টার পরিবর্তে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৫ মিনিটে। ৯টার পরিবর্তে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।
6 / 6
রাতে শেষ মেট্রোর সময়সীমাগুলিতেও এসেছে কিছু বদল। রাত ৯.২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রোর সময় বদলে করা হচ্ছে ১০.৩৮। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো ৯টা ২৭ মিনিটের জায়গায় ছাড়বে ১০টা ৪০ মিনিটে।