Nursing Student Death: সিঙ্গুরে নার্সিং ছাত্রীর ময়নাতদন্ত নিয়ে জট, জল গড়াতে চলেছে আদালতে

Nursing Student Death: শুক্রবার বিকালে মৃত ছাত্রীর দেহ নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।  অ্যাম্বুলেন্সে বসেছিলেন ছাত্রীর বাবা। হাসপাতালের বাইরে তখন জমায়েত করেছেন বিজেপি-সিপিএম নেতা কর্মীরা।

Nursing Student Death: সিঙ্গুরে নার্সিং ছাত্রীর ময়নাতদন্ত নিয়ে জট, জল গড়াতে চলেছে আদালতে
মেডিক্যাল কলেজে বিজেপি-তৃণমূল হাতাহাতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 15, 2025 | 7:39 PM

কলকাতা: সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার দেহের ময়নাতদন্ত হল না শুক্রবার। পরিবারের দাবি, কমান্ড হাসপাতাল কিংবা এইমসে ময়নাতদন্ত করা হোক। পরিবারের আবেদন হুগলি জেলা পুলিশকে জানিয়েছে কলকাতা পুলিশ। হুগলি পুলিশ নিম্ন আদালতে পরিবারের দাবি জানাবে। আপাতত মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা থাকছে দেহ।

শুক্রবার বিকালে মৃত ছাত্রীর দেহ নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।  অ্যাম্বুলেন্সে বসেছিলেন ছাত্রীর বাবা। হাসপাতালের বাইরে তখন জমায়েত করেছেন বিজেপি-সিপিএম নেতা কর্মীরা। ছাত্রীর বাবা যখন বয়ান দিচ্ছিলেন, অভিযোগ, সে সময়েই গাড়িতে ওঠার চেষ্টা করেন বিজেপি নেতা। আর তা নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি-সিপিএম কর্মীরা। ছাত্রীর বাবা গাড়িতে বসেছিলেন। বাইরে তাঁর মেয়ের দেহ নিয়ে টানাপোড়েন শুরু হয়।

সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ওই নার্সিংহোমের মালিক এবং মৃতার প্রেমিক। মৃতার প্রেমিক ও নার্সিংহোমের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, এগরার এক যুবকের সঙ্গে প্রেম ছিল ওই ছাত্রীর। সম্প্রতি সম্পর্কের অবনতি হয়। সে কারণে জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, নার্সিংহোমের মালিককেও গ্রেফতার করা হয়েছে। যেদিন ছাত্রীর দেহ উদ্ধার হয়, সেদিন বেরনোর সময়ে নার্সিংহোম মালিক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ।