কলকাতা: আবাসন প্রতারণা মামলায় স্বস্তি সাংসদ অভিনেত্রী নুসরত জাহান রুহির। আদালতে হাজিরা দেওয়ার আবেদনের শুনানি হয়। তবে এদিন আদালতের তরফে চূড়ান্ত আদেশ আসেনি। সোমবার আবাসন প্রতারণা মামলায় নুসরতের হাজিরার আবেদনের শুনানি হয় আলিপুর জজ কোর্টে। দু’পক্ষের বক্তব্য শোনার পর নুসরতকে আদালতে হাজিরা দিতে হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে নির্দেশ দেওয়া হয়নি। পরবর্তী শুনানির দিন ধার্য হয় আগামী ২২ ডিসেম্বর। তাই আপাতত স্বস্তি বজায় থাকবে নুসরতের।
সোমবার প্রতারিতদের তরফে আইনজীবী এই মামলায় নুসরতের আদালতে হাজিরা দেওয়ার পক্ষে সওয়াল করেন। পাল্টা সরকারি আইনজীবী আদালতে জানান, নুসরতের রোজ আসার প্রয়োজন নেই। শুধু চার্জ গঠনের দিন উপস্থিত থাকলেই হবে।নুসরতের আদালত হাজিরা সেদিনই চূড়ান্ত আদেশ দিতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
২০১৪-১৫ সালে নুসরত যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলে অভিযোগ ওঠে। প্রতারিতদের দাবি, প্রথমে নুসরত তাঁদের আশ্বস্ত করেছিলেন ২ কামরার ফ্ল্যাট দেবেন। প্রতিশ্রুতি পূরণ করেননি। পরে বলা হয়, হিডকোর কাছে তিন কামরার ফ্ল্যাট দেবেন। বছর পেরিয়ে সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এরই মধ্যে নুসরত নিজে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট কেনেন। নুসরতের বিরুদ্ধে ব্যাঙ্কের কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু সে সময়ে পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে।
এরপর আলিপুর আদালতে গিয়ে মামলা ফাইল করেন প্রতারিতরা। সম্প্রতি বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ সামনে আনেন। এই প্রতারণাকাণ্ডে সক্রিয় হয়ে ওঠে ইডি। তদন্তকারীরা তাঁর কাছ থেকে নথি তলব করে। কিন্তু ইডি-র অভিযোগ, নুসরত পুরো তথ্য দেননি। সেই সংক্রান্ত মামলারই শুনানি ছিল সোমবার।