DD Logo: ডিডি-র রঙ বদলে সরব মমতা, গেরুয়ায় কী আপত্তি? পাল্টা প্রশ্ন শুভেন্দুর

Apr 21, 2024 | 12:50 PM

DD Logo: সুর চড়িয়েছেন দিলীপ ঘোষও। বলছেন, পরিবর্তন তো হবেই। সব নীল সাদা হবে কেন! গেরুয়া তো এ দেশের প্রতীক, পরম্মরা। সব জায়গায় গেরুয়া থাকা উচিত। দূরদর্শনের অধিকার আছে পছন্দ মতো লোগো ব্যবহার করার।

DD Logo: ডিডি-র রঙ বদলে সরব মমতা, গেরুয়ায় কী আপত্তি? পাল্টা প্রশ্ন শুভেন্দুর
রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বদলে গিয়েছে দূরদর্শনের লোগোর রঙ। গেরুয়াকরণের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে তোপ দেগে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী। আদর্শ আচরণবিধি লাঘু থাকা অবস্থায় কীভাবে লোগোর রঙ বদল? প্রশ্ন মমতার। দ্রুত পুরনো নীল রঙের লোগো ফেরানোর দাবিও করেছেন মুখ্যমন্ত্রী। মমতার এই পোস্টের পরই তা নিয়ে জোর তরজা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। গেরুয়া রঙে এত রাগ কেন? প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে পাল্ট আক্রমণ বিধানসভার বিরোধী দলনেতার। মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দুর প্রশ্ন, গেরুয়া খারাপ কী? গেরুয়াতে ওনার এত রাগ কেন?

সুর চড়িয়েছেন দিলীপ ঘোষও। বলছেন, পরিবর্তন তো হবেই। সব নীল সাদা হবে কেন! গেরুয়া তো এ দেশের প্রতীক, পরম্মরা। সব জায়গায় গেরুয়া থাকা উচিত। দূরদর্শনের অধিকার আছে পছন্দ মতো লোগো ব্যবহার করার। তারা তো মমতার বন্দ্যোপাধ্যায়ের বিশ্ব বাংলার লোগো লাগাবে না। 

প্রসঙ্গত, দূরদর্শনই ভারতের একমাত্র সরকারি টেলিভিশন সংস্থা। প্রসার ভারতীর মধ্যে যেমন রয়েছে অল ইন্ডিয়া রেডিও তেমনই রয়েছে এই দূরদর্শন। ১৯৫৯ সালে দিল্লি থেকে পথ চলা শুরু দূরদর্শনের। ডিডি-র একাধিক সর্বভারতীয় চ্যানেলের পাশাপাশি রয়েছে বেশ কিছু আঞ্চলিক চ্যানেলও। ১৯৭৫ সালের কলকাতায় স্থাপিত হয় দূরদর্শন কেন্দ্র। গল্ফগ্রিনের পাশের রাস্তা দিয়ে গেলেই দেখা যায় ডিডি বাংলার সেই কেন্দ্র। এবার সেই ডিডি-র লোগো বদলানো নিয়ে চর্চা তুঙ্গে। 

Next Article