Budge Budge Train Derailed: বজবজের কাছে লাইনচ্যুত তেলের ট্যাঙ্কার, এক ঘণ্টারও বেশি দেরিতে চলছে একাধিক লোকাল ট্রেন

Local Train Delayed: তবে কিছু সময়ের মধ্যেই লাইন পরিষ্কারের কাজ শুরু করে দেন রেলের কর্মীরা। যে ট্রেনটি তেল নিয়ে আসছিল তার যে বগিটি লাইনচ্যুত হয়েছে সেটিকে কেটে রেখে বাকি ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।

Budge Budge Train Derailed: বজবজের কাছে লাইনচ্যুত তেলের ট্যাঙ্কার, এক ঘণ্টারও বেশি দেরিতে চলছে একাধিক লোকাল ট্রেন
কীভাবে বেলাইন হল ট্রেন তা খতিয়ে দেখা হচ্ছে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 08, 2025 | 11:30 AM

কলকাতা: বজবজ-শিয়ালদহ শাখায় লাইনচ্যুত তেলের ট্যাঙ্কার। অফিসের যাওয়ার ব্যস্ত সময় দেরিতে চলছে একাধিক লোকাল ট্রেন। প্রায় সমস্ত ট্রেন এক ঘণ্টা দেরিতে চলছে। একাধিক ট্রেনকে আঁকড়া, নুঙ্গি, সন্তোষপুর থেকে শিয়ালদহে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেগুলি আর বজবজ পর্যন্ত যাচ্ছে না। সূত্রের খবর, তেলের ট্য়াঙ্কারটির ৬ নম্বর বগিটি লাইনচ্যুত হয়ে যায়। ফলে মুহূর্তেই পুরো ট্রেনটিই দাঁড়িয়ে যায়। ওই লাইনে অন্যান্য যে সমস্ত ট্রেন ছিল সেগুলির পক্ষেও আর সময়ে স্টেশনে আসা সম্ভব হয়নি। থমকে সিগন্যাল। 

তবে কিছু সময়ের মধ্যেই লাইন পরিষ্কারের কাজ শুরু করে দেন রেলের কর্মীরা। যে ট্রেনটি তেল নিয়ে আসছিল তার যে বগিটি লাইনচ্যুত হয়েছে সেটিকে কেটে রেখে বাকি ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিকরা। পৌঁছেছে উদ্ধারকারী দল। এসেছে ক্রেন। তা দিয়েই লাইনচ্যুত বগিটিকে তোলার চেষ্টা করা হচ্ছে। 

ঘটনার পর ঘণ্টাখানেকের বেশি সময় কেটে গেলেও এখনও পর্যন্ত পুরোপুরিভাবে পরিষ্কার করা যায়নি লাইন। সে কারণেই কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে ওই লাইন। অফিসের ব্যস্ত সময়ে চূড়ান্ত দুর্ভোগ নিত্যযাত্রীদের। বেড়েছে উদ্বেগ। ফলে কেউ আবার ট্রেনের দেরি দেখে সড়ক পথ ধরছেন। কেউ আবার অপেক্ষা করছেন স্টেশনেই। তবে এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিলের খবর আসেনি। রেলের তরফে জানা যাচ্ছে, কাজ চলছে দ্রুত গতিতে। কিছু সময়ের মধ্যেই লাইনচ্যুত বগিটিকে তুলে ফেলা সম্ভব হবে। ক্লিয়ার হয়ে যাবে লাইন। তবে ঠিক কী কারণে ট্রেনটি লাইনের বাইরে বেরিয়ে গেল তা এখনও পরিষ্কার নয়। খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফে।