OMR Sheet: ‘প্রধানমন্ত্রীর দফতরে জানানোর সময় এসেছে’, CBI-কে হুঁশিয়ারি বিচারপতির

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 19, 2023 | 4:52 PM

OMR Sheet: সিবিআই জানায়,  সিস্টেম এনালিস্ট পার্থ সেন।  তাঁকে তিনবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের সিস্টেম অনুযায়ী ওএমআর রাখা যায় না। তাঁকে আবার ডেকেছে সিবিআই। গত বছর জুলাইয়ের সাত তারিখের পর  চলতি বছরের মার্চের তিন তারিখ এস বসু রায়ের এর আইও সোমনাথ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

OMR Sheet: প্রধানমন্ত্রীর দফতরে জানানোর সময় এসেছে, CBI-কে হুঁশিয়ারি বিচারপতির
কলকাতা হাইকোর্ট
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: ওএমআর শিট মামলায় সিবিআই-এর রিপোর্ট দেখে এবার চরম পদক্ষেপ করার কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের সিবিআই-এর অফিসারদের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ তুলেছেন বিচারপতি। এবার প্রধানমন্ত্রীর দফতরে সিবিআই-এর সম্পর্কে নালিশ করার ভাবনা বিচারপতির। ওএমআর শিট মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দেয় সিবিআই। সেই রিপোর্ট দেখে বিচারপতি বলেন, “রিপোর্ট দেখে মনে হচ্ছে সিবিআই নিজেই কালপ্রিটদের ঢাকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর দফতরে পাঠাব। বলব কিছুই করছে না সিবিআই।” বিচারপতি আরও বলেন, “আপনার অফিসাররা শিশু নয়, ওঁরা জানেন কী করতে হয়।”

বিচারপতির বক্তব্য, “আমার মনে আছে বেশ কিছু জায়গায় পার্থ চট্টোপাধ্যায় সই করেন। মিথ্যে রিপোর্ট।” কেন্দ্রের ডেপুটি সলিসেটর জেনারেল বিল্বদল ভট্টাচার্যের উদ্দেশে বিচারপতি বলেন, “আপনার অফিসারদের বার বার এর আগে বলেছি। এবার সেই সময় এসে গিয়েছে, প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর সময় এসেছে।” তবে তিনি এটাও বলেন, “সিবিআই-এর সবাই নয়, তবে কিছু জন হাতে হাত ধরার চেষ্টা করছেন দোষীদের।”

প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি আইএএস প্রমোদকুমাক মিশ্রকে তিনি এই বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠি লিখবেন বলে বিচারপতি জানান। সিবিআই-এর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন,  গত বছর জুলাই মাসের সাত তারিখ ডিজিটাইসড ডেটা এস বসু রায় কোম্পানি থেকে নেওয়া হয়। তখন বিচারপতির মন্তব্য, “কী পদক্ষেপ করা হয় এরপর? এস বসু কোম্পানির কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি?”

সিবিআই জানায়,  সিস্টেম এনালিস্ট পার্থ সেন।  তাঁকে তিনবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের সিস্টেম অনুযায়ী ওএমআর রাখা যায় না। তাঁকে আবার ডেকেছে সিবিআই। গত বছর জুলাইয়ের সাত তারিখের পর  চলতি বছরের মার্চের তিন তারিখ এস বসু রায়ের এর আইও সোমনাথ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়।  গত বছরের অগস্ট মাসের ১৩ তারিখ গৌতম মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়। পরে তাঁর মৃত্যু হয় বলেও আদালতে জানায় সিবিআই। তখন বিচারপতি জানতে চান, কীভাবে মৃত্যু হয় গৌতম মুখোপাধ্যায়ের? সিবিআই-এর তরফ থেকে জানানো হয়, ম্যাসিভ হার্ট অ্যাটাক।

উল্লেখ্য, এদিন সিবিআই-এর রিপোর্ট দেখে কখনও আই টি এক্সপার্টের, কখনও আবার এন আই এ এক্সপার্টের খোঁজ করেন বিচারপতি। তাঁদের সঙ্গে কথা বলে, সিবিআই-এর রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিচারপতি। কেস ডায়েরি দেখে বিচারপতি বলেন, “সিবিআই অনেক প্রশ্ন করেছে। অথচ যে প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলিই রাখা হয়নি।”  সিবিআই এদিন আদালতে জানান,  জিজ্ঞাসাবাদের  পর কারোরই সই নেওয়া হয়নি। । তখন বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হন । বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না, এক গুচ্ছ বোকারা সিবিআইতে আছেন।” তিনি বলেন, “আমার মনে হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করা হচ্ছে।” সিবিআই-এর তরফ থেকে বলা হয়, “আমাদের আর একবার সুযোগ দেওয়া হোক। কিন্তু কোনও উদ্দেশ্য নেই আমাদের। ” বিচারপতি বলেন, “প্রধানমন্ত্রীকে পাঠানোর কথা ভাবলেও এবার সিবিআই ডিরেক্টরকে পাঠাব। কেন এই সব প্রশ্ন নেই সেগুলি জিজ্ঞেস করব।” বিচারপতি স্পষ্টই বলেন, “সিবিআই তদন্তে একেবারেই খুশি নই।” বিচারপতি আরও বলেন, “ক্লু পাওয়া গিয়েছিল অনেককে জিজ্ঞাসাবাদের পর। কিন্তু সেগুলি নিয়ে কেউ কাজ করেনি। অফিসারদের গ্রেফতার করা উচিত। বিশ্বাস করি সিবিআইয়ে ব্রিলিয়ান্ট অফিসার আছেন।”

Next Article