Minister Chandranath Sinha: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী চন্দ্রনাথের অ্যাকাউন্টে দেড় কোটি টাকা, কারা দিল? বিস্ফোরক ED

Minister Chandranath Sinha: নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে চন্দ্রনাথের বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়েছিল। সেইসময় মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। সূত্রের খবর, ওই টাকারও সঠিক তথ্য দিতে পারেননি বোলপুরের এই তৃণমূল বিধায়ক।

Minister Chandranath Sinha: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী চন্দ্রনাথের অ্যাকাউন্টে দেড় কোটি টাকা, কারা দিল? বিস্ফোরক ED
চন্দ্রনাথ সিনহা (ফাইল ফোটো)Image Credit source: Social Media

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 08, 2025 | 1:29 PM

কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। ইডি সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে ২০২১ সালের মধ্যে চন্দ্রনাথের দুটি ব্য়াঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমা পড়েছিল। কোথা থেকে এই টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল, তা নিয়ে মন্ত্রী যথাযথ তথ্য দিতে পারেনি বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

এর আগে জুলাইয়ে নোটিস পাঠানোর পরও ইডি দফতরে ২ বার হাজিরা এড়িয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ। কিন্তু, বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেন বোলপুরের এই বিধায়ক। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, তা জানা যায়নি। এরই মধ্যে সামনে এল মন্ত্রীর অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমা পড়ার কথা।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে চন্দ্রনাথের বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়েছিল। সেইসময় মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। সূত্রের খবর, ওই টাকারও সঠিক তথ্য দিতে পারেননি বোলপুরের এই তৃণমূল বিধায়ক।

বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথের নাম সামনে আসে বলে ইডি সূত্রে খবর। তারপরই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তলব করা হয়। জানা গিয়েছে, চার্জশিটে মন্ত্রীর নাম উল্লেখের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানিয়েছে ইডি। রাজ্যপাল মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছেন বলে সূত্রের খবর।