Firing in Narendrapur: খাস কলকাতায় পানশালা থেকে যুবককে তুলে নিয়ে গিয়ে গুলি, গ্রেফতার ১

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 26, 2022 | 4:14 PM

Firing: আক্রান্ত যুবকের নাম পিন্টু বাগ। বয়স ৩১ বছর। যুবকের বাঁ হাতে একটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে এবং অন্য একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

Firing in Narendrapur: খাস কলকাতায় পানশালা থেকে যুবককে তুলে নিয়ে গিয়ে গুলি, গ্রেফতার ১
গ্রেফতার অভিযুক্ত যুবক

Follow Us

কলকাতা: ফের কলকাতার শহরতলিতে গুলি। হাইল্যান্ড পার্ক এলাকার এক পানশালার (Chaos in Bar) বচসাকে কেন্দ্র করে অশান্তি। আর সেই বচসাকে ঘিরেই গুলি চালানোর ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গাড়িতে তুলে নরেন্দ্রপুরে (Firing in Narendrapur) নিয়ে গিয়ে গুলি করা হয় এক ব্যক্তিকে। দুই রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছিল বড়দিনের আগের রাতে। গভীর রাত যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত যুবকের নাম পিন্টু বাগ। বয়স ৩১ বছর। যুবকের বাঁ হাতে একটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে এবং অন্য একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনায় ইতিমধ্যেই সাবির মণ্ডল ওরফে বাপি নামে নরেন্দ্রপুরের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বছর ৩৪-এর ধৃত ওই যুবককে জেরা করে ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ২৪ ডিসেম্বর রাত প্রায় সাড়ে দশটার কিছু সময় পরে সার্ভে পার্ক থানা এলাকার একটি পানশালায় পিন্টু বাগ নামে এক যুবক তাঁর বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওই পানশালা থেকে পরে তিনি অন্য একটি পানশালায় যান। সেখানে অপরিচিত দুই ব্যক্তির সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে। বসার জায়গা নিয়ে গোলমালের সূত্রপাত। সেই সময় পানশালার কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঝামেলার মিটমাটও হয়ে গিয়েছিল। কিন্তু এরপর ওই যুবককে গাড়িতে করে তুলে নিয়ে যায় নরেন্দ্রপুর থানা এলাকায়। পিন্টু বাগ পানশালা থেকে বেরিয়ে নীচে নেমে এলে, তাঁর চোখ বেঁধে গাড়িতে তোলা হয়। এরপর নরেন্দ্রপুর থানা এলাকায় নিয়ে গিয়ে সেখানেই পিন্টু বাগকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় কোনওক্রমে সেখান থেকে পালিয়ে যান পিন্টু বাগ এবং ২৫ ডিসেম্বর সকাল ৬টা নাগাদ হাসপাতালে গিয়ে ভর্তি হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু গুলি চালানোর ঘটনাই নয়, পিন্টু বাগ নামে ওই যুবকের থেরে ২০ হাজার টাকা, গলার চেন ও মোবাইল ফোনও নিয়ে পালায় অভিযুক্তরা। প্রসঙ্গত, গুলি চালানোর ঘটনাটি নরেন্দ্রপুর থানা এলাকায় হলেও, হাইল্যান্ড পার্ক এলাকার ওই পানশালার বচসা সংক্রান্ত অশান্তির খবর আগেই পেয়ে গিয়েছিল সার্ভে পার্ক থানার পুলিশ। সেই মতো তদন্ত শুরু করে শেষ পর্যন্ত অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়।

Next Article