Salt Lake: ছেঁড়া নোট নেবেন না বলেছিলেন, রাগে মহিলার ব্যাগের হাতল চেপে ধরে অটো চালিয়ে দিলেন চালক, বীভৎস ঘটনা সল্টলেকে

Kolkata: অভিযোগ, এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অটোচালক। এক হাতে তিনি মহিলার ব্যাগের হাতল টেনে ধরেন এবং অন্য হাতে অটো গাড়িটি দ্রুত চালান। ফলস্বরূপ মহিলা মুখ থুবড়ে পড়ে যান।

Salt Lake: ছেঁড়া নোট নেবেন না বলেছিলেন, রাগে মহিলার ব্যাগের হাতল চেপে ধরে অটো চালিয়ে দিলেন চালক, বীভৎস ঘটনা সল্টলেকে
সল্টলেকে ভয়াবহ ঘটনাImage Credit source: Partha Pal/Stockbyte/Getty Images and TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 24, 2025 | 9:34 AM

কলকাতা: বাস-রিক্সা-অটোতে যাঁরা রোজ যাতায়াত করেন অনেক সময়ই হয় টাকা দেওয়া নেওয়াকে কেন্দ্রকে তাঁদের বচসায় জড়িয়ে পড়তে হয়। কখনও খুচরোর জন্য, কখনও বা নোংরা-ছেড়া নোট বদলে দেওয়ার জন্য। কিন্তু পরিষ্কার নোট চাইতে গিয়ে যে এমন বীভৎস অভিজ্ঞতার সাক্ষী থাকতে হবে হয়ত ভাবেননি কেউ। সল্টলেকে মহিলাকে হেনস্থা অটো ড্রাইভারের। মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল অটো।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম তপন দাস। তাঁর বিরুদ্ধে বিডিএন পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ব্রততী মুখোপাধ্যায় তাঁদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অটোতে উঠেছিলেন। এরপর গন্তব্যস্থলে নেমে যান তিনি। মহিলার দাবি, তিনি অটো চালককে টাকা দেন। পাল্টা চালকও বাকি টাকা ফেরত দিয়ে দেন। এরপর ও নোংরা নোট দেওয়ার জন্য অটোচালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ব্রততী।

অভিযোগ, এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অটোচালক। এক হাতে তিনি মহিলার ব্যাগের হাতল টেনে ধরেন এবং অন্য হাতে অটো গাড়িটি দ্রুত চালান। ফলস্বরূপ মহিলা মুখ থুবড়ে পড়ে যান। এই ঘটনায় বিস্তর চোট পান তিনি। মহিলার দু’টি দাঁত ভেঙে গিয়েছে। তাঁর কপালে গভীর আঘাত লেগেছে। কেটে ছিড়ে গেছে শরীরের বিভিন্ন জায়গা। এই ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তের বিরুদ্ধে ১২৬(২)/১১৭(২) বিএনএস ধারায় মামলা শুরু হয়েছে। অভিযুক্ত অটোচালক তপন দাসকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে বিধাননগরের এলডি এসিজেএম-এর কাছে পাঠানো হচ্ছে।