রাজারহাট: খুন হয়ে গেলেন ব্যাঙ্কের কর্মী। ভরদুপুরে রাজারহাটে খুন হয়ে গেলেন বেসরকারি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ওই কর্মী। কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম প্রসূণ বিশ্বাস (৩০)। তিনি ম্যানেজার ছিলেন পেশায়।
জানা গিয়েছে, আজ বিকেল সাড়ে চারটে নাগাদ প্রসূণবাবু বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন। সেই সুযোগে আর দুষ্কৃতী দল এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপায় তাকে। তারপরই সেখান থেকে চম্পট দেয় তারা। চিৎকার করতে করতে কার্যত রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গোটা রাস্তা ভেসে যায় রক্তে।
জখম অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ব্যাঙ্ক ম্যানেজারের। খবর পেয়ে বিধাননগর কমিশনের পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে। তাঁর নাম মহাম্মদ কবীর। বাড়ি রাজারহাট রাইগাছি এলাকায়। ধৃতের দাবি, “ওই ব্যাংক কর্মী গালাগাল করছিল। সেজন্য মেরেছি। ১ হাজার ১৬০ টাকা দিতে গিয়েছিলাম। এক সপ্তাহ কিস্তি মিস করেছি। সেজন্য গালাগাল করছিল।” হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা প্রাথমিক চিকিৎসার পরই বুঝতে পারি উনি মৃত।