
কলকাতা: সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুজিত বসুও বাদ যাননি। তারই প্রতিবাদ করায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীকে হেনস্থা কুরুচিকর মন্তব্য শ্লীলতাহানি করার জন্য বিধাননগরের মণ্ডল ৪ সভাপতিকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনার লেকটাউনের কালিন্দী এলাকায় বিজেপির সংকল্প সভার প্রস্তুতি চলছিল। তা ঘিরে গত পরশুদিন রাত থেকে দফায়-দফায় উত্তপ্ত হয়েছিল কালিন্দী এলাকা। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এর পাশাপাশি বিজেপির কর্মীদের মারধরের ও অভিযোগ ওঠে। এর প্রতিবাদে গতকাল পথ অবরোধ করেছিল বিজেপি কর্মী সমর্থকরা। যা ঘিরে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল।
অভিযোগ, পরবর্তী সময়ে বিজেপি বিধান নগর মণ্ডল ৪ সভাপতি সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধাননগরের বিধায়ক সুজিত বসু প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করেন। এরপর তার প্রতিবাদে এ দিন সকালে তৃণমূল মহিলা কর্মীরা গেলে তাঁদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য এবং শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিধাননগর মণ্ডল ৪ সভাপতি। তারপরই মহিলা তৃণমূলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিধাননগর আদালতে পেশ করা হয় তাকে। তবে এই ঘটনায় তৃণমূল বা বিজেপি কারও কোনও বক্তব্য মেলেনি।