BJP Leader Arrested: অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ পুলিশের হাতে গ্রেফতার ‘বিজেপি কর্মী’

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 18, 2022 | 12:41 PM

Newtown: পুলিশ সূত্রে খবর, ধৃত শাহাবুদ্দিন লাউহাটি মোবারকপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা। শনিবার রাত্রিবেলা বাড়ি থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ তাকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।

BJP Leader Arrested: অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ পুলিশের হাতে গ্রেফতার ‘বিজেপি কর্মী’
শাহাবুদ্দিন মোল্লা (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: এবার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার এক। ওই ব্যক্তি বিজেপি কর্মী নামে পরিচিত বলে জানা যাচ্ছে। ধৃতের নাম শাহাবুদ্দিন মোল্লা। রাজারহাট থানার (Rajarhat Police) পুলিশের হাতে গ্রেফতার হয় সে। রবিবার তাকে বারাসত আদালতে পেশ করা হবে। এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

পুলিশ সূত্রে খবর, ধৃত শাহাবুদ্দিন লাউহাটি মোবারকপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা। শনিবার রাত্রিবেলা বাড়ি থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ তাকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, তার বিরুদ্ধে পঞ্চায়েত সদস্য মধু মোল্লাকে মারধর, তৃণমূল কর্মী জয়নাল আবেদিনকে মারধর ও আলমগীর মোল্লার ভেরিতে আগুন লাগানো-সহ বিভিন্ন অপরাধমূলক কাজ কর্মের অভিযোগ রয়েছে।

২০২১ বিধানসভা ভোটে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন ভাস্কর রায়। সেই সময় তাঁর হয়ে সক্রিয় ভাবে প্রচার করতে দেখা যায় শাহাবুদ্দিনকে। এমনটাই দাবি তৃণমূলের। সূত্রের খবর, এরপরই বেশ কিছু দিন গা ঢাকা দিয়েছিলেন শাহবুদ্দিন। পরবর্তী সময় পুনরায় অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। এ দিনের গ্রেফতারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

উল্লেখ্য, শাহাবুদ্দিনকে চিনতে অস্বীকার করেছেন বিজেপি নেতা ভাস্কর রায়। তিনি বলেন, “উনি একসময় আইএসএফ করতেন। ভোটের সময় আমার কাছে এসেছিল। তবে আমি ওনাকে নিইনি।” বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “আমার বিষয়টি পুরো জানা নেই। তবে যদি ধরে নেওয়া যায় যে ওই ব্যক্তি বিধানসভায় বিজেপির হয়ে কারোর সঙ্গে কাজ করেছিল তাহলে এটা থেকে কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না।” পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা মধুমোল্লা বলেন, “ওকে বারবার ছেড়ে দেওয়া হচ্ছে। আর বেরিয়ে এসে অশান্তি করছে। একসময় আমায় মেরেছিল চপার দিয়ে। আমার তিনখানা গাড়ি ভেঙে দিয়েছিল। শুধু আমায় না আমার দলের অন্য সদস্যদেরও মেরেছিল। ভেড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল।”

Next Article