Road Accident: রাতের শহরে বেপরোয়া গতির মাশুল, নিউটাউনে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আশঙ্কাজনক আরও ১

New Town Road Accident: পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম অসিত মাহাতো। আহত যুবকের নাম প্রণয় দীপ মাঝি। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে যাত্রাগাছি এলাকায় দুটি বাইক একে অপরের বিপরীত দিক থেকে তীব্র গতিতে আসছিল। দুরন্ত গতিতে বাইক ছোটালেও আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি ওই যুবকেরা।

Road Accident: রাতের শহরে বেপরোয়া গতির মাশুল, নিউটাউনে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আশঙ্কাজনক আরও ১
চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 14, 2026 | 9:26 AM

নিউটাউন: গত ২৮ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। তা নিয়ে ব্যাপক চাপানউতোরও হয়েছিল। এবার একই জায়গাতে দুর্ঘটনা। ফের রাতের শহরে বেপরোয়া গতির বলি এক তরতাজা প্রাণ। রাস্তার অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা ঘটল নিউটাউনের যাত্রাগাছি এলাকায়। দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক আরোহীর। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম অসিত মাহাতো। আহত যুবকের নাম প্রণয় দীপ মাঝি। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে যাত্রাগাছি এলাকায় দুটি বাইক একে অপরের বিপরীত দিক থেকে তীব্র গতিতে আসছিল। দুরন্ত গতিতে বাইক ছোটালেও আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি ওই যুবকেরা। বাইক দুটির মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে দুই আরোহীই বাইক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় অসিত মাহাতোর।

রক্তাক্ত অবস্থায় প্রণয় দীপ মাঝিকে উদ্ধার করে দ্রুত আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।

অন্যদিকে, এই দুর্ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, যাত্রাগাছির ওই নির্দিষ্ট এলাকাটিতে রাস্তার আলো বা স্ট্রিট লাইট প্রায় নেই বললেই চলে। ঘুটঘুটে অন্ধকার এবং তার সঙ্গে বাইক চালকদের বেপরোয়া গতি, এই দুইয়ের কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। অন্যদিকে পুলিশ ইতিমধ্যেই বাইক দু’টিকে তুলে নিয়ে গিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।