কলকাতা: বেপরোয়া বাসের ধাক্কায় (Road Accident in Kolkata) মৃত্যু সাইকেল আরোহীর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহেশতলা (Maheshtala) এলাকায়। জিঞ্জিরা বাজারের কাছে বজবজ ট্রাঙ্ক রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। ওই সাইকেল আরোহী ডাকঘরের দিক থেকে জিঞ্জিরা বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময়েই উল্টোদিক থেকে একটি বাস আসছিল। ২৫৯ রুটের বাস। সোজা এসে বাসটি ধাক্কা মারে সাইকেলে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের লোকেরা দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশে। পুলিশ এসে রক্তাক্ত ওই সাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম শুকদেব মণ্ডল, তিনি মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ঘাতক বাসটিকে দুর্ঘটনাস্থলে রেখেই সেখান থেকে পালিয়ে যায় বাসের চালক। এদিকে পুলিশ ওই সাইকেল আরোহীকে উদ্ধার করে বজবজে ইএসআই হাসপাতালে পাঠালেও ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। পুলিশ ইতিমধ্যেই ঘাতক বাসটিকে আটক করেছে। পলাতক বাস চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন স্থানীয় থানার পুলিশকর্মীরা। মৃতের পরিবারের লোকেদের কারও খোঁজ এখনও পাওয়া যায়নি। পুলিশ ওই ব্যক্তির বাড়ির লোকেদের খোঁজ চালাচ্ছে।
দুর্ঘটনাস্থলের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে রাস্তার উপর ছোপ ছোপ রক্তের দাগ। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে মৃত ওই ব্যক্তির জামা পুরো ছিঁড়ে গিয়েছে। বাঁ হাতের কনুইয়ের অংশ ভীষণ বাজেভাবে ক্ষতিগ্রস্ত। সারা গা রক্ত মাখা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কলকাতার শহরতলি এলাকায় এমন ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে পথচারীদের নিরাপত্তার বিষয়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, বাসটির গতি বেশি ছিল কি না, সেই সব দিকগুলি খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।