Newtown Death: আকাঙ্খা মোড়ে ভয়াবহ দুর্ঘটনা, স্কুটিকে পিষে দিয়ে চলে গেল ট্রাক

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 23, 2025 | 11:26 AM

Newtown Death: জানা গিয়েছে, নিউটাউনের আকাঙ্খা মোড়ে স্কুটি চালিয়ে আসছিলেন পার্থ দে। তাঁর বাড়ি ট্যাংরা এলাকায়। সেই সময়ই বেপরোয়া একটি ট্রাক এসে ধাক্কা মারে ওই স্কুটিতে। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে ছিটকে পড়ে যান পার্থবাবু। তড়িঘড়ি সেখানে ছুটে চলে আসেন স্থানীয় বাসিন্দারা।

Newtown Death: আকাঙ্খা মোড়ে ভয়াবহ দুর্ঘটনা, স্কুটিকে পিষে দিয়ে চলে গেল ট্রাক
আকাঙ্খা মোড়ে পথ দুর্ঘটনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নিউটাউন: শীতের রাতে ফের দুর্ঘটনা নিউটাউনে। বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারল স্কুটিকে। ছিটকে গিয়ে মাটিতে পড়ে মৃত্যু চালকের। তড়িঘড়ি পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, নিউটাউনের আকাঙ্খা মোড়ে স্কুটি চালিয়ে আসছিলেন পার্থ দে। তাঁর বাড়ি ট্যাংরা এলাকায়। সেই সময়ই বেপরোয়া একটি ট্রাক এসে ধাক্কা মারে ওই স্কুটিতে। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে ছিটকে পড়ে যান পার্থবাবু। তড়িঘড়ি সেখানে ছুটে চলে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এসে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্পিড মিটার বসানোর পরও যে কোনও ভাবেই দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ আবারও সামনে এল।

উল্লেখ্য, নিউটাউনে এই দুর্ঘটনা নতুন নয়। এর আগে কলেজ মোড়ে বাস দুর্ঘটনায় বলি হতে হয়। তারও কয়েক মাস আগে এই আকাঙ্খা মোড়ে মৃত্যু হয় এক তরুণীর। অ্যাপ বাইক বুক করে তিনি যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে ট্রাক এসে ধাক্কা মারে তখনই পিষে গিয়ে মৃত্যু হয় তাঁর।

Next Article