South Dumdum: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দক্ষিণ দমদম পুরসভার এক কর্মীর

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 16, 2024 | 10:24 PM

South Dumdum: পৌরসভার অপর কর্মী খোকন দাস বলেন, "ও স্নান করতে যাচ্ছিল। সেই সময় ওর হাত লেগে যায়। তারপরই কারেন্ট লেগে যায়। ও বাঁচাও-বাঁচাও করতে থাকে। পরে যখন সবাই শুনতে পেল তখন হাসপাতালে নিয়ে যায়। মৃত্যু হয়।"

South Dumdum: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দক্ষিণ দমদম পুরসভার এক কর্মীর
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দক্ষিণ দমদম: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দক্ষিণ দমদম পৌরসভার কর্মীর। সোমবার সন্ধে নাগাদ লেবাররুমের কাজ শেষ করার পর স্নান করতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।

মৃতের নাম দীপক দাস (৪২)। তিনি বাগুইআটি-অর্জুনপুরের বাসিন্দা। জানা গিয়েছে, প্রতিদিনের মতো কাজ শেষ করার পর লেবার রুমে এসে স্নান করার জন্য তৈরি হচ্ছিলেন। অভিযোগ,সেই সময় লেবার রুমের জিআই তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপরে তাঁকে দক্ষিন দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনা নিয়ে ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

কীভাবে ওয়ার্ডের লেবার রুম বিদ্যুৎ বাহিত হয়ে গেল। তাহলে কী লেবার রুম রক্ষণাবেক্ষন হয় না ? এর সাথেই প্রশ্ন উঠছে পুরসভার বিদ্যুৎ বিভাগ কি করছিল। বস্তুত, লেবার রুমের সামনেই ঘটা করে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল করা হয়েছে। যার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নাম রয়েছে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মলি চৌধুরীর। এই ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েছে পৌর কর্মীর গোটা পরিবার ও আত্মীয় পরিজন। পৌরসভার অপর কর্মী খোকন দাস বলেন, “ও স্নান করতে যাচ্ছিল। সেই সময় ওর হাত লেগে যায়। তারপরই কারেন্ট লেগে যায়। ও বাঁচাও-বাঁচাও করতে থাকে। পরে যখন সবাই শুনতে পেল তখন হাসপাতালে নিয়ে যায়। মৃত্যু হয়।”

Next Article