Ganguly Bagan news: মৃৎশিল্পী লক্ষ্মণ পালের ছেলের গলায় ক্ষুর চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতী, সকাল-সকাল রক্তে ভাসল গাঙ্গুলিবাগানের রাস্তা

Kolkata: আহত যুবকের নাম নিখিল পাল। প্রখ্যাত মৃৎশিল্পী লক্ষ্মণ পালের ছেলে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে কারখানার যাঁরা শ্রমিক রয়েছেন,তাঁদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে ঝামেলা চলছিল। এরপরই আজ যখন তিনি নিজের কারখানা বা স্টুডিওর বাইরে বসে কাগজ পড়ছিলেন, তখনই তাঁর উপরে হামলা হয়েছে বলে খবর।

Ganguly Bagan news: মৃৎশিল্পী লক্ষ্মণ পালের ছেলের গলায় ক্ষুর চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতী, সকাল-সকাল রক্তে ভাসল গাঙ্গুলিবাগানের রাস্তা
গাঙ্গুলিবাগানে খুনের চেষ্টাImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 24, 2025 | 12:25 PM

কলকাতা: গাঙ্গুলিবাগানে এক মৃৎশিল্পীর গলায় ধারাল অস্ত্র চালানোর অভিযোগ। জানা গিয়েছে, গাঙ্গুলিবাগান মোড়ে ওই মৃৎশিল্পী যুবক বসেছিলেন তাঁর স্টুডিওর সামনে। সেই সময় দু’জন বাইকে করে আসেন। আচমকাই ওই যুবকের গলায় ধারালো অস্ত্র চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মৃৎশিল্পী। সঙ্গে-সঙ্গে বাইকে করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। যুবককে গাঙ্গুলি বাগানের আইরিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারনে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী।

আহত যুবকের নাম নিখিল পাল। প্রখ্যাত মৃৎশিল্পী লক্ষ্মণ পালের ছেলে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে কারখানার যাঁরা শ্রমিক রয়েছেন,তাঁদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে ঝামেলা চলছিল। এরপরই আজ যখন তিনি নিজের কারখানা বা স্টুডিওর বাইরে বসে কাগজ পড়ছিলেন, তখনই তাঁর উপরে হামলা হয়েছে বলে খবর। তবে কারখানার কোনও কর্মী হামলা করেছে নাকি খুন করার জন্য কাউকে ভাড়া করা হয়েছিল,তা স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ এবং ওই কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এর আগে কসবাতেও এমন খুনের ঘটনা প্রকাশ্যে এসেছিল। শনিবার কসবার একটি হোটেল থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার দু’জন। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলার। কসবার খুনের ঘটনা যখন চলছে, তার মধ্যেই আবার শহরে ঘটে গেল হাড়হিম কাণ্ড। এখানে উল্লেখ্য, এর আগে পার্কস্ট্রিটেও হোটেল থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। বক্স খাটের ভিতর থেকে দেহ মিলেছিল।