কলকাতা: বয়স খুব বেশি নয়। তবে চিন্তা-ভাবনা ‘আচ্ছা-আচ্ছা’ প্রাপ্তবয়স্ককেও টেক্কা দেবে। ডাক্তার দাদা-দিদিরা যখন দিনের পর দিন ধর্মতলার ওয়াই চ্যানেলে অনশন-প্রতিবাদ-বিদ্রোহ চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই নিজের সব জমানো টাকা নিয়ে হাজির ছোট্টা আদিত্য সেন। ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সেই পিগি ব্যাঙ্ক তুলে দিল তাদের হাতে।
চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন সাধারণ মানুষের একাংশ। নেমেছেন বিদ্যজনেরা। মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে চিঠি। পথে প্রায় সকলে। পুজোর সময়ও চলেছে আন্দোলন। দায় ঠেলাঠেলিও চলেছে একপ্রস্থ। তবে ছোট্ট আদিত্য এত কিছু হয়ত বোঝে না। শুধু বুঝেছে ডাক্তার দাদা-দিদিরা দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছে। অনেকে খাবারটুকু মুখে তুলছে না। করছে অনশন। সেইটুকু বুঝেই নিজের পিগিব্যাঙ্ক নিয়ে হাজির ওই খুদে।
আদিত্য সংবাদ মাধ্যমের সামনে বলল, “ডাক্তাররা প্রতিবাদ করছে। না খেয়ে রয়েছে। এটা শুনে আমি বাবাকে বলেছি যে আমি ডাক্তারদের টাকা দেব। যাতে ওঁরা প্রতিবাদ করতে পারে।”