Dumdum Minor harassment: ১৪ বছরের নাবালিকাকে বস্তিতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

Dumdum News: আবারও কলকাতায় নারী নির্যাতনের অভিযোগ। শহরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিনজন। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে জানাবে। জানা গিয়েছে অভিযুক্তরা নাবালিকাকে বস্তিতে নিয়ে যায়। এবং সেখানেই তার সঙ্গে এই ঘটনা ঘটায়।

Dumdum Minor harassment: ১৪ বছরের নাবালিকাকে বস্তিতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
নাবালিকাকে গণধর্ষণImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 02, 2025 | 1:08 PM

কলকাতা: আবারও কলকাতায় নারী নির্যাতনের অভিযোগ। শহরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিনজন। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে জানাবে।

জানা যাচ্ছে, নাবালিকা ওই ছাত্রীটি সপ্তম শ্রেণিতে পড়ে। শনিবার সন্ধ্যে নাগাদ সে বের হয় টিউশনের জন্য। রাস্তাতে দেখা হয়ে যায় তার এক পূর্ব পরিচিত বন্ধুর সঙ্গে। এরপর দুজন মিলে এলাকারই একটি পার্কে কিছুক্ষণ বসেছিল তারা। বেশ কিছুটা সময় সেখানেই গল্প করছিল। নাবালিকার পরিবারের অভিযোগ, পরবর্তীতে ওই যুবক জোর করে টোটো ওঠায় মেয়েটিকে। তারপর এলাকার একটি কলোনীতে নিয়ে যায়। এবং সেখানে বস্তির একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে। পরে ওই যুবকের আরও বন্ধুরা এসে হাজির হয়। অভিযোগ তারপরই চলে নির্যাতন। তিন বন্ধু মিলে লাগাতার ধর্ষণ করে।

রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে নাবালিকা। তারপরই কাঁদতে-কাঁদতে বাড়িতে সমস্ত ঘটনা খুলে বলে। সব কিছু জানার পর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সঙ্গে-সঙ্গে পদক্ষেপ করে পুলিশ। তারপরই দমদম থানায় তিন অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও অবৈধভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। বস্তুত, এই রকম একই ঘটনা গতকাল ঘটেছে বীরভূমে। সেখানেও এক নাবালিকাকে টিউশন পড়তে যাওয়ার পর ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আর যার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সেও নাবালক। এই ঘটনাতেও দুজনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি, SSKM হাসপাতালের ভিতর এক নাবালিকাকে শ্লীলতাহানি করার ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল। দু’দিন কাটতে না কাটতেই এবার নাবালিকা গণধর্ষণের ঘটনা এল প্রকাশ্যে।