Kolkata Accident: আর কটা প্রাণ গেলে আসতে চলবে বাস? এবার শ্যামপুকুরে বৃদ্ধকে পিষে দিল মিনি

Kolkata: মৃত বৃদ্ধের নাম শম্ভুনাথ দাস। তাঁর বয়স আনুমানিক ৭২ বছর। পেশায় ইংরেজি গৃহশিক্ষক। শ্যামবাজার অঞ্চলে পড়াতে এসেছিলেন। বাড়ি বড়বাজার এলাকায়। তিনি ২৪ নম্বর ওয়ার্ডের ১০/৭ নন্দলাল রায় লেনে থাকতেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আজ সন্ধে নাগাদ রাস্তা পারাপার করতে গিয়েছিলেন তিনি। সেই সময় দুর্ঘটনা ঘটে।

Kolkata Accident: আর কটা প্রাণ গেলে আসতে চলবে বাস? এবার শ্যামপুকুরে বৃদ্ধকে পিষে দিল মিনি
বাসের রেষারেষি Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 02, 2025 | 10:22 PM

কলকাতা: কাশীপুর, সল্টলেক, বিধাননগর, বিহালা…একের পর এক জায়গা থেকে উঠে এসেছিল মর্মান্তিক খবর। কোথাও বাসের ধাক্কায় প্রাণ গিয়েছে শিশুর, কোথাও মহিলার, কোথাও স্কুল ছাত্রের, কোথাও আবার বৃদ্ধার। তবুও মহাগরের বুকে বাসের রেষারেষি কমছে না। আজ আরও একবার দুটি বাসের রেষারেষিতে মৃত্যু পথচারির। এত এত প্রাণ চলে যাচ্ছে, কবে শুধরাবেন বাস চালকরা? আর ঠিক ক’টা প্রাণ গেলে কমবে বাসের গতি?

মৃত বৃদ্ধের নাম শম্ভুনাথ দাস। তাঁর বয়স আনুমানিক ৭২ বছর। পেশায় ইংরেজি গৃহশিক্ষক। শ্যামবাজার অঞ্চলে পড়াতে এসেছিলেন। বাড়ি বড়বাজার এলাকায়। তিনি ২৪ নম্বর ওয়ার্ডের ১০/৭ নন্দলাল রায় লেনে থাকতেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আজ সন্ধে নাগাদ রাস্তা পারাপার করতে গিয়েছিলেন তিনি। সেই সময় দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে আসা একটি মিনিবাস ও একটি বেসরকারি বাসের রেষারেষি করতে গিয়ে পিষে দেয় বৃদ্ধকে। পরবর্তীতে শ্যামপুকুর থানায় একটি বাসকে আটক করা হয়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “দুটো বাস রেষারেষি করছিল। সেই সময় এই ঘটনা ঘটে। উনি রাস্তা পার করছিলেন। একটা জলজ্যান্ত প্রাণ চলে গেল। পুলিশ উপস্থিত থাকার পরও এই ঘটনা ঘটে গেল।” আরও এখ বাসিন্দা বলেন, “এখানে পুলিশ কী কাজ করে? আমরা সব জানি। একটা অ্যাম্বুলেন্স এল না। পাবলিক গাড়িতে নিয়ে যেতে হল।” সম্প্রতি, এই রেষারেষিতে প্রাণ যায় কাশীপুরে এক নাবালকের। ২৩৪ নম্বপ রুটের বাস এসে পিষে দেয় নবম শ্রেণির ছাত্রকে। এর কয়েকদিন আগে একটি সল্টলেকেও এক বৃদ্ধা এইভাবে বাসের বলি হয়েছিলেন।