Kestopur: গলির ভিতরে ঢুকতেই জাপটে ধরলেন মহিলাকে, কেষ্টপুরে হাড়হিম ঘটনা

Kestopur: এরপর মহিলা ওই ব্যক্তিকে জিনিসগুলি দেওয়ার জন্য দোকানের পিছনে নিয়ে যান। তাঁর অভিযোগ, সেই সময় ওই ব্যক্তিকে মহিলাকে পিছন থেকে জাপটে ধরেন। সঙ্গে-সঙ্গে মহিলা চমকে ওঠেন।

Kestopur: গলির ভিতরে ঢুকতেই জাপটে ধরলেন মহিলাকে, কেষ্টপুরে হাড়হিম ঘটনা
কেষ্টপুরে হাড়হিম ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 16, 2025 | 4:26 PM

কেষ্টপুর: ঘিরে দাঁড়িয়ে রয়েছেন মানুষজন। এক মহিলা তাঁকে চড়-থাপ্পর মারছেন। কেউ-কেউ আবার চিৎকার করছেন, আরও মারও…আরও মারও। কেন? জানা যাচ্ছে এক ব্যক্তি ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। গলির পিছনে নিয়ে গিয়ে তারপর তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। এই ঘটনার পরই ক্ষোভ বাড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তারপরই তাঁরা ঘিরে ধরে অভিযুক্তকে।

ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে একটি চিমনি এবং ওয়াশিং মেশিনের দোকান রয়েছে। সেই দোকানেই কর্মরত ওই মহিলা। তাঁর দাবি, এক ব্যক্তিকে তিনি ডেকে এনেছিলেন ভাঙাচোরা জিনিস নিয়ে যাওয়ার জন্য।

এরপর মহিলা ওই ব্যক্তিকে জিনিসগুলি দেওয়ার জন্য দোকানের পিছনে নিয়ে যান। তাঁর অভিযোগ, সেই সময় ওই ব্যক্তিকে মহিলাকে পিছন থেকে জাপটে ধরেন। সঙ্গে-সঙ্গে মহিলা চমকে ওঠেন। দ্রুত তাঁকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। মহিলা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। সঙ্গে-সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন সেখানে। মহিলাকে উদ্ধার করে নিয়ে যান। এরপর ওই ব্যক্তিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। নির্যাতিতা মহিলা তাঁকে মারতে শুরু করেন। ক্ষিপ্ত জনতাও মারধর করে অভিযুক্তকে। এরপর বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি রাজারহাটের বাসিন্দা।