কলকাতা: ফুটপাথ শুয়ে ছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা দুধের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল ফুটপাথে। পিষে দিয়ে যায় ওই ব্যক্তিকে। সাত সকালে এ হেন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা।
রবিবার সকাল ৫টা ৪৫ নাগাদ এক্সাইড থেকে একটি দুধের গাড়ি আসছিল দ্রুত গতিতে। পার্ক-সার্কাস সেভেন্ট পয়েন্টের কাছে সার্কাস এভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে গাড়ি উঠে যায়। সেখানে প্রথমে একটি গাছে ধাক্কা মারে। তারপর রাস্তায় শুয়ে থাকা এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায়।
রক্তে ভেসে যায় গোটা ফুটপাথ। আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পৌঁছয় বেনিয়াপুকুর থানার পুলিশ। প্রথমে গাড়িটি পালিয়ে গেলেও পরে গাড়ির চালককে গ্রেফতার হয়। আটক হয় ঘাতক গাড়িটিও।