Salt Lake Sector V: নম্বর WB06Y5555, র‌্যাফ থেকে পুলিশ রয়েছে ঘিরে, সিটে পড়ে গাদা-গাদা ফাইল, গাড়িটি কার জানেন?

ED Raid: এখানে প্রশ্ন উঠছে, যেখানে তল্লাশি অভিযান চলছে, উপরে রয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই সাদা গাড়িতে কী এমন আছে? যেখানে এত সুরক্ষা দেওয়া হচ্ছে? যদিও, এ নিয়ে মুখ খোলেননি কেউ। জানা যায়নি কী আছে তাতে। 

Salt Lake Sector V: নম্বর WB06Y5555, র‌্যাফ থেকে পুলিশ রয়েছে ঘিরে, সিটে পড়ে গাদা-গাদা ফাইল, গাড়িটি কার জানেন?
গাড়ি রহস্যImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 08, 2026 | 2:11 PM

কলকাতা: সাদা মাহিন্দ্রা গাড়ি। তবে তাতে লেখা নেই ‘গর্ভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’। সেই গাড়ির চালকের পিছনে সিটে রয়েছে গুচ্ছ-গুচ্ছ ফাইল। আজ সকালে যখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাছিল ইডি, সেই সময় তাঁর বাড়ি পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বেরিয়ে আসেন সবুজ ফাইল নিয়ে। এরপর তিনি পৌঁছে যান আইপ্যাকের অফিসে। পরবর্তীতে দেখা গেল WB06Y5555 নম্বরের একটি সাদা স্করপিও গাড়ি রয়েছে। আর তার সিটে পড়ে রয়েছে একাধিক ফাইল। সেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের ফাইল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এটি তৃণমূলের রেজিস্ট্রার গাড়ি।

কী আছে সেখানে?

গাড়ি পিছনে রয়েছে নীল-হলুদ রঙের একাধিক ফাইল। রয়েছে গুচ্ছ গুচ্ছ কাগজ। গাড়ির কাচ তোলা। সেই কাচ দিয়েই দেখা গেল সরকারি বিভিন্ন বিভাগের নাম লেখা। কী লেখা আছে তাতে? কীসের ফাইল সেগুলো, কী তথ্য রয়েছে সেখানে? তা জানা যায়নি। গাড়িটিকে রীতিমতো ঘিরে রয়েছেন রাজ্যের পুলিশ আধিকারিকরা। তার পাশে ঘেষতে দেওয়া হচ্ছে না কাউকে না কাউকেই। ক্রমেই বাড়ানো হচ্ছে সুরক্ষা। পুরুষ পুলিশের পাশাপাশি রয়েছেন মহিলা পুলিশও।

এখানে প্রশ্ন উঠছে, যেখানে তল্লাশি অভিযান চলছে, উপরে রয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই সাদা গাড়িতে কী এমন আছে? যেখানে এত সুরক্ষা দেওয়া হচ্ছে? যদিও, এ নিয়ে মুখ খোলেননি কেউ। জানা যায়নি কী আছে তাতে।