
কলকাতা: আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। ঠিক তার পরপরই ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এই কলকাতায়। আবারও সেই একই ঘটনা। ভর সন্ধেবেলা কলকাতার রাস্তায় শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ।
মঙ্গলবার সন্ধ্যে সাতটার সময় তালতলা থানার অন্তর্গত লেলিন সরণীর কাছে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই এলাকার একটি স্কুলের সামনে থেকে পড়িয়ে বাড়ি ফিরছিলেন এক তরুণী। তাঁর দাবি, সেই সময় আচমকা তাঁকে পেছন থেকে মাঝবয়সী এক যুবক ফলো করা শুরু করেন বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ পিছন-পিছন আসার পর তরুণী জানতে চান কেন তাঁকে পিছু করা হচ্ছে। সেই সময় সেই অভিযুক্ত ব্যক্তি তরুণীর গায়ে হাত দেন বলে অভিযোহ। ভরা রাস্তাতেই তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন। একই সঙ্গে হাত মুচকে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তাঁর।
মহিলার চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তাঁরা অভিযুক্তকে ধরে ফেলে। আটকে রাখা হয় তাঁকে। পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত টিটাগরের বাসিন্দা। পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই তরুণীকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়েছে এনআরএসএ হাসপাতালে। নির্যাতিতা তরুণীর দিদি বলেন, “আমার বোন বাড়ি ফিরছিল। আমার বোন বুঝতে পারে। তখন প্রশ্ন করে কেন ফলো করছে। সেই সময় অভিযুক্ত বলে যা করছি বেশ করছি। আমি ফলো করব যা ইচ্ছা করব। এরপর বোনকে মারধর করে। বোনকে খিমচে দেয়। গালিগালাজ করে। যদি স্থানীয় বাসিন্দারা না আসতেন তাহলে যা কিছু হতে পারত।”