Gold Recovered: এত ভারী কেন! কলকাতায় বিমানের বাথরুমে পড়ে থাকা জিন্স দেখে দেখে চক্ষু চড়কগাছ কর্মীদের

Gold Recovered: সংশ্লিষ্ট বিমান সংস্থা সূত্রে খবর দুবাই থেকে ওই বিমান কলকাতা এসেছিল। ই কে ৫৭২ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে শুক্রবার সন্ধ্যেয়। তার শৌচাগারে যেতেই নিরাপত্তারক্ষীরা অবাক হয়ে যান।

Gold Recovered: এত ভারী কেন! কলকাতায় বিমানের বাথরুমে পড়ে থাকা জিন্স দেখে দেখে চক্ষু চড়কগাছ কর্মীদের
প্রতীকী ছবিImage Credit source: Pixabay

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 30, 2023 | 10:54 AM

কলকাতা: শুক্রবার ঠিক সন্ধ্যা ৭ টা ৮ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই এমিরেটস-এর একটি বিমান। যাত্রীরা নেমে যাওযার পর নিয়ম মেনে পুরো বিমান চেক করছিলেন নিরাপত্তা কর্মীরা। শৌচাগার খুলতেই দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে একটি জিন্স। কোনও যাত্রী ফেলে গিয়েছে ভেবে তুলতে যান নিরাপত্তা কর্মীরা। কিন্তু তুলতে গেলে দেখা যায় ওজন অনেক বেশি। এত ভারী দেখে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটে খবর দেন নিরাপত্তা কর্মীরা। এরপর জিন্সটা হাতে নিতেই দেখা যায় তার পকেট ভর্তি সোনা। কার্যত চোখ কপালে ওঠে নিরাপত্তাকর্মীদের।

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, জিন্সের মধ্যে ৩ কিলো ৩০০ গ্রাম সোনার পেস্ট ছিল। ওই সোনার বাজার মূল্য ভারতীয় মুদ্রায় ১ কোটি ৯৮ লক্ষ টাকা। পাচারের উদ্দেশেই ওই সোনা নিয়ে আসা হচ্ছিল বলে মনে করছেন শুল্ক দফতরের কর্মীরা। তবে, কারা এর সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট বিমান সংস্থা সূত্রে খবর দুবাই থেকে ওই বিমান কলকাতা এসেছিল। ই কে ৫৭২ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে সন্ধ্যেয়। শৌচাগার থেকে জিন্স বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, সোনা পাচারের সঙ্গে বিমান বন্দরে গ্রাউন্ড স্টাফ জড়িত থাকতে পারেন।

সোনা পাচারের ঘটনা বারবার সামনে এসেছে কলকাতা বিমানবন্দরে। কখনও মোজার মধ্যে, জুতোর মধ্যে, এমনকী শরীরের মধ্যে সোনা নিয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। তবে এদিন কেন জিন্স শৌচাগারে ফেলে গেল কেউ, তা এখনও স্পষ্ট নয়।