
কলকাতা: বৈসরণে NIA ব্যবহার করছে GIS। শুক্রবার এনআইএ টিম জিআইএস অর্থাৎ জিও ইনফরমেশন সিস্টেমের সাহায্যে সমগ্র বৈসরণ উপত্যকার ভিডিয়োগ্রাফি করছে। বৈসরণ উপত্যকার ভূগোল এবং জনসংখ্যার মানচিত্র তৈরিতে জিআইএস ব্যবহার করা হচ্ছে।
জিআইএস প্রযুক্তিতে বৈসরণ উপত্যকার আশেপাশের অঞ্চলগুলির ধরণ এবং ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করা যাবে সহজে। সূত্রের খবর এই প্রযুক্তির সাহায্যে, তদন্তকারী সংস্থা বৈসরণ উপত্যকায় সন্ত্রাসীদের আসা-যাওয়ার রুট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সূত্র মিলবে।
সূত্র মারফত জানা গিয়েছে, হামলার কয়েকদিন আগেই পহেলগাঁওতে পৌঁছে গিয়েছিল জঙ্গিরা। পাইনের ঘন ২২ কিলোমিটার জঙ্গলপথ উজিয়ে তারা পৌঁছেছিল বৈসরণ ভ্যালিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কয়েকদিন যে তারা লোকের ভিড়ের মাঝে মিশেছিল, তাদের আশ্রয় দিয়েছিল কারা? তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, স্থানীয় বাসিন্দাদেরই কেউ তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল। ইতিমধ্যে ফারুক আহমেদ নামে এক জঙ্গির পরিচয় সামনে এসেছে।
গোয়েন্দারা জানতে পেরেছেন, এই ফারুকই সেদিন ঘন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিদের বৈসরণের ওই রিসর্টে নিয়ে এসেছিল। অপারেশন সাকসেসফুল হওয়ার পর বরফের রাস্তা কেটে জঙ্গলের ভিতর থেকে আবারও সুরক্ষিত জায়গায় জঙ্গিদের পৌঁছে দেয় ফারুক। জঙ্গলের রাস্তা খুব ভাল করে না চেনা থাকলে, এটা করা সম্ভব নয় বলেও মনে করছেন গোয়েন্দারা। জঙ্গির খোঁজে জম্মু কাশ্মীর জুড়ে তল্লাশি চলছে। জঙ্গিদের তালিকা তৈরি করে তাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর।