Pahalgam Terrorist Attack: স্ত্রী-সন্তানকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন, জঙ্গিরা ঝাঁঝরা করে দিল বেহালার বাসিন্দা বিতানকে

Pahalgam Terrorist Attack: জানা গিয়েছে, মৃতের নাম বিতান অধিকারী। তিনি বেহালার বৈশালী পার্কের বাসিন্দা। স্ত্রী ও সন্তানকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে। এ দিন পহেলগাঁওয়ে হামলার সময় জঙ্গিরা ছাড়েনি তাঁকেও। সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান বিতান।

Pahalgam Terrorist Attack: স্ত্রী-সন্তানকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন, জঙ্গিরা ঝাঁঝরা করে দিল বেহালার বাসিন্দা বিতানকে
বিতান অধিকারী ও তাঁর স্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 22, 2025 | 11:24 PM

কলকাতা: কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে মৃত্যু বাঙালি পর্যটকের। কলকাতার বেহালার বাসিন্দা তিনি। স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর বেড়াতে। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। খবর পেয়েই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

জানা গিয়েছে, মৃতের নাম বিতান অধিকারী। তিনি বেহালার বৈশালী পার্কের বাসিন্দা। স্ত্রী ও সন্তানকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে। এ দিন পহেলগাঁওয়ে হামলার সময় জঙ্গিরা ছাড়েনি তাঁকেও। সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান বিতান। আজ মৃত্যুর খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন অরূপ বিশ্বাস। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সরকার তাঁদের পাশে আছে আশ্বাস দেওয়া হয় মৃতের পরিবারকে।

উল্লেখ্য, সন্ত্রাস হামলায় ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার সন্ত্রাসবাদীদের নাশকতার সম্মুখীন উপত্যকায় ঘুরতে যাওয়া বেশ কিছু পর্যটক। সূত্রের খবর, পহেলগাঁওয়ে ঘুরতে আসা পর্যটকের উপর হামলা চালায় ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামে এক সন্ত্রাসবাদী সংগঠন। হামলায় দায় স্বীকার করেছে তারা। সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন একাধিক। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৩০ জন। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই।