Pahelgaon Attack: সব বিতর্ক শেষ! বিতানের স্ত্রীকে নাগরিকত্ব দিল ভারত সরকার

Pahelgaon attack: শনিবার হওয়া সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিতানবাবুর স্ত্রীকে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। বিবাহসূত্রে বহু আগেই তিনি নাগরিকত্বের আবেদন করেছিলেন।

Pahelgaon Attack: সব বিতর্ক শেষ! বিতানের স্ত্রীকে নাগরিকত্ব দিল ভারত সরকার
সোহিনী অধিকারী পেলেন নাগরিকত্বImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 10, 2025 | 10:50 PM

কলকাতা: সংঘর্ষ বিরতি চুক্তিতে গিয়েছে ভারত-পাকিস্তান। আপাতত, আকাশ-স্থল-জলপথে হামলা চালানো হবে না। তবে এখনও ভারত যে প্রস্তুত, সেই বার্তাই দিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি। একদিকে যখন ভারতের তরফে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে, সেই সময় আবার বাংলার বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার জানালেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারানো বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার।

শনিবার হওয়া সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বিতানবাবুর স্ত্রীকে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। বিবাহসূত্রে বহু আগেই তিনি নাগরিকত্বের আবেদন করেছিলেন। তাঁর সেই আবেদনকে স্বীকৃতি জানিয়েছে সরকার। তাই আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। বিতানবাবু ও তাঁর স্ত্রীর ধর্ম জেনে, তাঁর মাথার সিঁদুর দেখে খুন করা হয়েছিল। ভারত সরকার তাঁকে নাগরিকত্ব দিয়ে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।”

উল্লেখ্য, ফ্লোডিয়া থেকে কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে গিয়েছিলেন বিতান ও তাঁর স্ত্রী এবং ছোট সন্তান। সেখানেই জঙ্গিরা গুলি করে খুন করেন বাংলার ছেলেকে। কলকাতায় ফিরে আসার পরই স্বামীহারা সোহিনী দাবি করেন, তাঁর কপালের সিঁদুর ও স্বামী হিন্দু বলেই খুন করেছে এই জঙ্গিরা। এরপর থেকেই রাজনীতি চলতে থাকে ক্রমগত। ছেলের মৃত্যুর পরপরই বিতানের পরিবার দাবি করেন, বৌমা বাংলাদেশি। ভারতীয় ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি রয়ে গিয়েছেন। যদিও প্রতিটি অভিযোগই উড়িয়ে দিয়েছে সোহিনীর পরিবার। এই টানা-পোড়েনের মধ্যেই  দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন সোহিনীকে ভারতের নাগরিকত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার।