Pakistan: বাংলাদেশে বউ রয়েছে, বিরাটিতে এসে আবারও বিয়ে! আর এই স্ত্রীকে নিয়েই বাংলার বুকে ভয়ঙ্কর ‘ঘুন’ ধরান পাকিস্তানের আজাদ! সামনে ভয়ঙ্কর তথ্য
Pakistan: আজাদ মল্লিক আদতে পাকিস্তানের নাগরিক। পাকিস্তানে তাঁর নাম আজাদ হোসেন। ইডি জেরায় জানা গিয়েছে, আজাদ মল্লিক ২০২১ সালে উত্তর দমদম বিধানসভা থেকে ভোট দিয়েছেন। অর্থাৎ পাকিস্তানের নাগরিকের ভারতে ভোটার কার্ডও ছিল।

কলকাতা: ভারতে এসে দু’বার ভোট দিয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথা পাক নাগরিক আজাদ মল্লিক। ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন আজাদ। ইডি-র জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন তিনি।
জানা যাচ্ছে, আজাদ মল্লিক আদতে পাকিস্তানের নাগরিক। পাকিস্তানে তাঁর নাম আজাদ হোসেন। ইডি জেরায় জানা গিয়েছে, আজাদ মল্লিক ২০২১ সালে উত্তর দমদম বিধানসভা থেকে ভোট দিয়েছেন। অর্থাৎ পাকিস্তানের নাগরিকের ভারতে ভোটার কার্ডও ছিল।
জেরায় ইডি আরও জানতে পেরেছে, ২০২০ সালের পর ভারতে আজাদ একজন ভারতীয় মহিলাকে বিয়ে করেন। তারপর স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিচয়পত্র ব্যবহার করে আজাদ মল্লিক নামে ভোটার কার্ড তৈরি করে। তিনি দাবি করেছেন, হিন্দু শাস্ত্রমতে মন্দিরে গিয়েই ওই মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। বাংলাদেশে আজাদের আরও এক স্ত্রী রয়েছেন। আজাদের আসল পরিচয় নিয়ে সন্ধিহান তদন্তকারীরা। তাঁরা মনে করছেন, আজাদ একজন পাক গুপ্তচর হতে পারেন। কারণ তদন্তে একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছেন আজাদ। তদন্ত সহযোগিতা করছেন না বলে জানা গিয়েছে। তদন্তকারীরা বলছেন, এই ধরনের প্রশিক্ষণ, অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কায়দা করে এড়িয়ে যাওয়ার যে কায়দা, তা সাধারণত গুপ্তচর কিংবা এজেন্টদের দেওয়া হয়ে থাকে। আজাদ কি কোনওভাবে আইএসআই এজেন্ট? সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। উড়িয়ে দিচ্ছে না এনআইএ। দু’দফায় আজাদকে জেরা করেছেন তদন্তকারীরা।

