Panchayat Case: পঞ্চায়েতে আদালত অবমাননার মামলা, শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

Panchayat Case: হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন রাজীব সিনহা, এই আশঙ্কায় ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু। ফলে রাজীব মামলা করলে উভয় পক্ষের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।

Panchayat Case: পঞ্চায়েতে আদালত অবমাননার মামলা, শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর
সুপ্রিম কোর্ট। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 12:06 PM

কলকাতা: পঞ্চায়েতে আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে  রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করলেন তিনি। পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন রাজীব সিনহা, এই আশঙ্কায় ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু। ফলে রাজীব মামলা করলে উভয় পক্ষের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।

রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল।

সে সময়ে শুভেন্দু অধিকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী সওয়াল করেছিলেন, রুল জারির ফলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে সশরীরে আদালতে এসে জবাবদিহি করতে হবে। তাঁকে জানাতে হবে কেন আদালতের নির্দেশ তিনি অমান্য করেছেন?

প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে গত বছর ডিসেম্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, পঞ্চায়েত নির্বাচনে বাংলায় অশান্তি হতে পারে। সেক্ষেত্রে বাংলার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। পাশাপাশি গোটা নির্বাচনী প্রক্রিয়া অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর জন্য আর্জি জানিয়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ভোট করাতে হবে। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।

রাজ্যের বক্তব্য ছিল, বাংলায় পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব রাজ্যেরই। এরপর শুভেন্দু অভিযোগ করেন, সময়সীমা পেরিয়ে গেলেও নির্দেশ কার্যকর করেনি রাজ্য। এই অভিযোগ তুলে ফের হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।