Panchayat Election 2023: কমিশনের হিসেবে মৃত ৮, গোটা রাজ্যে এখনও পর্যন্ত ভোটের হার কত জেনে নিন

Shrabanti Saha | Edited By: জয়দীপ দাস

Jul 09, 2023 | 12:00 AM

Panchayat Election 2023: প্রসঙ্গত, রাজ্যে রয়েছে ৬৩ হাজার ২২৯ গ্রাম পঞ্চায়েত, ৯,৭৩০ পঞ্চায়েত সমিতি, ৯২৮ জেলা পরিষদ। ভোট হচ্ছে রাজ্যের ৬০৫৯৩টি বুথে।

Panchayat Election 2023: কমিশনের হিসেবে মৃত ৮, গোটা রাজ্যে এখনও পর্যন্ত ভোটের হার কত জেনে নিন
কী বলছে কমিশনের তথ্য?
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: সকাল ৭টা থেকে ভোট (Panchayat Election 2023) গ্রহণ পর্ব শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসতে থাকে হিংসার খবর। এদিকে অসমর্থিত সূত্রে খবর, ভোট গ্রহণ শুরুর পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে প্রাণ গিয়েছে ১৯ জনের। যদিও খাতায়কলমে তিন মৃত্যুর কথা স্বীকার করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, মোট ৭টি মৃত্যুর রিপোর্ট হয়েছে কমিশনে। তারমধ্যে চাপড়া, মুর্শিদাবাদ ও কোচবিহারের ফলিমারির মৃত্যুগুলি রাজনৈতিক কারণে হয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন। বাকি মৃত্যুগুলি রাজনৈতিক কারণে হয়েছে কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছে কমিশন। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর ছিল, সকাল ১১ পর্যন্ত ভোটের প্রথম ৪ ঘণ্টায় রাজ্যে ভোটদানের হার ছিল ২২.৬০ শতাংশ। 

দুপুর ১টা পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য বলছে, ভোটদানের হার ৩৬.৬৬ শতাংশ। দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ৫০.৫৩ শতাংশ। প্রসঙ্গত, রাজ্যে রয়েছে ৬৩ হাজার ২২৯ গ্রাম পঞ্চায়েত,  ৯,৭৩০ পঞ্চায়েত সমিতি, ৯২৮ জেলা পরিষদ। ভোট হচ্ছে রাজ্যের ৬০৫৯৩টি বুথে। তবে ৬৫২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১০৪৩টি বুথে ভোট হচ্ছে না। এদিকে সকাল ১১টায় কমিশনের দেওয়া তথ্য বলছে রাজ্যে রয়েছে ৬৫০ কেন্দ্রীয় বাহিনী। তবে ময়দানে থাকার কথা ছিল ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, শেষ পুরো কোম্পানি মাঠে না নামায় তা রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চাপানউতর।

Next Article