Panchayat Election 2023 Result: মঙ্গলবার সকাল ৮টা থেকে গণনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই চলবে কাউন্টিং

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Jul 10, 2023 | 6:17 PM

Panchayat Election 2023 Result: গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রত্যেক প্রার্থী ও একজন করে কাউন্টিং এজেন্ট।

Panchayat Election 2023 Result: মঙ্গলবার সকাল ৮টা থেকে গণনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই চলবে কাউন্টিং
ভোটকেন্দ্রের সামনে লম্বা লাইন। নিজস্ব চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মঙ্গলবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখেই এই গণনা চলবে। শুরু হবে সকাল ৮টা থেকে। প্রথমে গণনা হবে ইডি (ইলেকশন ডিউটি) ভোটের। এরপর একে একে গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ব্যালট গণনা হবে। গোটা রাজ্যে মোট ৩৩৯টি জায়গায় গণনা হবে। সবচেয়ে বেশি গণনা কেন্দ্র থাকছে দক্ষিণ ২৪ পরগনায়। ২৮টি কেন্দ্রে চলবে ভোট গোনা। গণনা কেন্দ্রগুলিতে থাকছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য সশস্ত্র পুলিশের নিরাপত্তা। থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরাও।

গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রত্যেক প্রার্থী ও একজন করে কাউন্টিং এজেন্ট। স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তার বেড়াজালে হবে গণনা। নিয়মমাফিক গণনাকেন্দ্রের বাইরে থাকবে ১৪৪ ধারা। ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে চলবে গণনা।

কোন জেলায় কত স্ট্রংরুম

দক্ষিণ ২৪ পরগনা- ২৮

মুর্শিদাবাদ- ২৬

পূর্ব মেদিনীপুর- ২৫

পূর্ব বর্ধমান- ২৩

উত্তর ২৪ পরগনা- ২২

পশ্চিম মেদিনীপুর- ২১

বাঁকুড়া- ২২

পুরুলিয়া- ২০

বীরভূম- ১৯

নদিয়া- ১৮

হুগলি- ১৮

মালদহ- ১৫

হাওড়া- ১৪

কোচবিহার- ১২

জলপাইগুড়ি- ১০

পশ্চিম বর্ধমান- ৮

ঝাড়গ্রাম- ৮

দক্ষিণ দিনাজপুর- ৮

উত্তর দিনাজপুর- ৮

আলিপুরদুয়ার- ৬

দার্জিলিং- ৫

কালিম্পং- ৪

Next Article