WB Panchayat Election: সম্ভবত ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 08, 2023 | 4:51 PM

WB Panchayat Election: নতুন কমিশনার নির্বাচন হওয়ার পরই ভোট ঘোষণা করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।

WB Panchayat Election: সম্ভবত ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা : বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা। সূত্রের খবর, জুলাইতেই রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন। এক দফাতেই সেই ভোট হবে বলে জানা গিয়েছে। বুধবারই রাজীব সিনহাকে নতুন নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরই এই ভোট ঘোষণা করতে চলেছে কমিশন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় সাংবাদিক বৈঠক হবে।

ভোট যখনই হোক, তা যেন শান্তিপূর্ণ হয়, এমনটাই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিক কমিশন।’ এক দফা ভোটেও কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, বাম নেতা সুজন চক্রবর্তীর দাবি, এই সরকার সময়ে করে না। জুলাই মানেই অনেকটা দেরি বলেই মনে করছেন তিনি। সুজন বলেন, ‘পুলিশ আর দুষ্কৃতী বাহিনী ছাড়া ভোট করাতে পারে না এই সরকার।’

অন্যদিকে, শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। বিরোধীদের প্রার্থী, সমর্থক কিছুই নেই। যা আছে, তা হল গোষ্ঠীবিবাদ। তিনি উল্লেখ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবাধ এবং গণতান্ত্রিকভাবে নির্বাচনের কথা বলেছেন। বিরোধীরা যাতে মনোনয়ন জমা দিতে পারে, তার জন্য তৃণমূল সাহায্য করবে বলেও দাবি করেছেন কুণাল ঘোষ।

Next Article