Panchayat Election Result 2023: নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ বোসের, রাজভবনে জমা ৭ হাজার হিংসার অভিযোগ জানাতে হবে হাইকোর্টকে

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 13, 2023 | 7:06 AM

Governor C V Ananda Bose: ইতিমধ্যেই রাজভবনের পিসরুমে জমা পড়েছে প্রায় সাড়ে সাত হাজার হিংসার ঘটনার অভিযোগ। রাজভবন সূত্রে খবর, বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলো আদালতের সামনে পেশ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট।

Panchayat Election Result 2023: নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ বোসের, রাজভবনে জমা ৭ হাজার হিংসার অভিযোগ জানাতে হবে হাইকোর্টকে
রাজ্যপাল সিভি আনন্দ বোস (ফাইল ছবি)
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ঘটা হিংসার পরিবেশ দেখে ব্যথিত হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকী ‘হিংসা ও দুর্নীতির’ বিরুদ্ধে ‘ধর্মযুদ্ধ’ ঘোষণা করেছিলেন তিনি। এবার নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিলেন বোস। সূত্রের খবর, রাজ্য ঘটে যাওয়া প্রায় সাত হাজার হিংসার ঘটনার অভিযোগ হাইকোর্টে জমা দিতে বললেন তিনি।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্য। মনোনয়ন পর্ব থেকে শুরু হয়ে ভোটের দিন ও তার পর পর্যন্ত জারি রয়েছে অশান্তি। অসমর্থিত সূত্র বলছে, সবমিলিয়ে মোট পঞ্চাশের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে (কম-বেশি হতে পারে)।

ইতিমধ্যেই রাজভবনের পিসরুমে জমা পড়েছে প্রায় সাড়ে সাত হাজার হিংসার ঘটনার অভিযোগ। রাজভবন সূত্রে খবর, বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলো আদালতের সামনে পেশ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

বস্তুত, ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই ২০২৩ রাজভবন থেকে বেরিয়েছিলেন রাজ্যপাল। দিনভর মাঠে-ময়দানে ঘুরে দেখেছেন বাংলার ভোট-চিত্র।তা দেখে ‘ভেরি ডিসটার্বিং’ বলেও মন্তব্য করেছেন তিনি। বিভিন্ন জায়গায় খুন-বোমাবাজি-হিংসার ঘটনা সবটুকু খুঁটিয়ে শুনেছেন-দেখেছেন-বুঝেছেন। এর প্রেক্ষিতে বলতে গিয়ে বাংলার সাংবিধানিক প্রধানের স্পষ্ট কথা,”সাধারণ মানুষ শুধু একটু শান্তিতে, সম্মানের সঙ্গে বাঁচতে চায়। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোটেই সুখকর নয়। হিংসার জন্য একেবারে মেনু তৈরি করে ফেলা হয়েছে। যারা অশান্তি পাকাচ্ছে, তারা একেবারে মেনু তৈরি করে ফেলেছে। কী চাই! খুন চাইলে খুন, ছুরিকাঘাত চাইলে ছুরিকাঘাত, বুলেট চাইলে বুলেট। যেন বেছে নেওয়ার অপশন করে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি কারও পক্ষেই সুখকর নয়।”

 

Next Article