কলকাতা: এন্টালিতে ভেঙে পড়ল একটি পরিত্যক্ত। মৃত্যু হয়েছে দুই জনের। মৃতদের নাম সাজিদুর রহমান ও মুজিবুর রহমান। তাঁরা সম্পর্কে দুই ভাই। ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
২৩ নম্বর কনভেন্ট রোডে পরিত্যক্ত কারখানাটি প্রায় ৪০ বছর ধরে বন্ধ। একটি সংস্থা পরিত্যক্ত কারখানাটি কিনেছে। এদিন রাতে কারখানার ভিতরে জোরে শব্দ শুনতে পান পরিত্যক্ত কারখানার কেয়ার টেকার সাজিদুর। কী হয়েছে, দেখার জন্য ভিতরে যান তিনি। সেইসময়ই হুড়মুড়িয়ে কারখানার একাংশ ভেঙে পড়ে। তখন ভিতরে দৌড়ে যান মুজিবুর। তাঁর উপর পরিত্যক্ত কারখানার ছাদের অংশ ভেঙে পড়ে। দু’জনে চাপা পড়েন।
দুর্ঘটনার পরই ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তাঁদের বাড়ি তপসিয়ায়। মৃতের স্ত্রী বলেন, “আমি গতকালই এখানে এসেছি। দুর্ঘটনার পর চিৎকার করে সবাইকে ডাকি।”
দুর্ঘটনার খবর পেয়েই এন্টালি পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই বিল্ডিংটি অনেক বছর ধরেই বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হবে বলে তিনি জানান।