Partha Chatterjee: আজ পার্থর হাজিরা, নতুন বছর কি জেলেই কাটবে?

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 22, 2022 | 9:41 AM

Partha Chatterjee: আলিপুর বিশেষ আদালতে পেশ করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পেশ করা হবে নিয়োগ-কাণ্ডে গ্রেফতার বাকি ৬ শিক্ষাকর্তাকেও।

Partha Chatterjee: আজ পার্থর হাজিরা, নতুন বছর কি জেলেই কাটবে?
পার্থ চট্টোপাধ্যায়

Follow Us

কলকাতা: নতুন বছর জেলেই কাটবে পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত। তবে সিবিআই মামলা থেকে কি জামিন মিলবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ? ১০ দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। হাজিরা বাকি শিক্ষাকর্তাদেরও। নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। এদিন সেই হেফাজতের মেয়াদ শেষ। আলিপুর বিশেষ আদালতে পেশ করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পেশ করা হবে নিয়োগ-কাণ্ডে গ্রেফতার বাকি ৬ শিক্ষাকর্তাকেও। শর্ত সাপেক্ষে জামিন চাইবেন পার্থ চট্টোপাধ্যায়ের।

উল্লেখ্য, আগেও শর্ত সাপেক্ষে জামিন চেয়েছিলেন পার্থ।  সিবিআই-র পোক্ত যুক্তি-জটে আটকেছে জামিন।  প্রভাবশালী তত্ত্বকে হাতিয়ার করেছেন তদন্তকারীরা।  উঠেছে কেস ডায়েরিতে যড়যন্ত্রের অভিযোগ।  আজ ফের কোন শর্তে জামিন চাইবেন পার্থ? নিয়োগ-কাণ্ডে ইডি-র মামলায় ইতিমধ্যেই ৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত পার্থ চট্টোপাধ্যায়ের। গত ১৫ ডিসেম্বর জেল থেকে ভার্চুয়ালি হাজিরা ছিল পার্থর। সে মামলায় ৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় বিশেষ আদালত।

সিবিআই মামলাতেও যাতে জেল হেফাজতেই রাখা যায় পার্থ চট্টোপাধ্যায়কে, তারই আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের অগ্রগতিও তুলে ধরবে সিবিআই। আগে জামিন খারিজ হয়েছে সুবীরেশ-কল্যাণময়দেরও। তাঁদের বিরুদ্ধেও পোক্ত প্রমাণ জোগারে হন্যে সিবিআই। সুবীরেশ রয়েছেন সিবিআই হেফাজতে। তবে এখনও মুখে কুলুপ প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের। জেরায় মুখ না খোলায় ভাগ্নেকে ডেকেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। প্রয়োজনে এদিন আদালতে তিনি তথ্যও পেশ করতে পারে সিবিআই। জামিন ও হেফাজত বৃদ্ধির লড়াইতেই সরগরম হতে পারে আদালত কক্ষ।

Next Article