কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র দ্বিতীয় চার্জশিটের পর আজ, বুধবার ফের আদালতে হাজিরা ‘অপা’র। জেল থেকেই ভার্চুয়ালি বিশেষ আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। দু’জনকে ৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেল হেফাজতেরই আবেদন জানায় ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আদালতে দুটি চার্জশিট পেশ করেছে। দুটো চার্জশিটেই অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার নাম রয়েছে। অন্যদিকে ইডির চার্জশিটের বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন পার্থ। তাঁর আইনজীবীর যুক্তি, ইডির তদন্তকারী অফিসারের চার্জশিট দেওয়ার ক্ষমতা নেই। তাই এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
শুভেন্দু অধিকারী ‘ডিসেম্বর ধামকা’র যে তিন ডেডলাইন ঘোষণা করেছিলেন, তার দ্বিতীয় দিন। এ নিয়ে বঙ্গ রাজনীতিতে তুমুল জল্পনার আবহেই আজ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের একবার আলিপুর আদালতে পেশ করা হয়।
২৩ জুলাই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এর পর একে একে হাজতে ঢোকানো হয় চার শিক্ষাকর্তা শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যকে। দুই মিডলম্যান প্রসন্নকুমার রায় ও প্রদীপ সিংও হাজতে ঢোকেন।
উল্লেখ্য, এর আগে ইডি চার্জশিটে জানিয়েছিল, দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় অর্পিতা মুখোপাধ্যায় রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। চার্জশিটে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন তদন্তকারীরা। পার্থের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের প্রয়াণের পরে বিভিন্ন কোম্পানিতে তাঁর শেয়ার অর্পিতার নামে হস্তান্তর করা হয়েছিল।