Partha-Arpita: সশরীরে নয়, বুধে ফের আদালতে ভার্চুয়াল হাজিরা পার্থ-অর্পিতার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 13, 2022 | 11:38 PM

Partha Chatterjee: সোমবারও বিকেলে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে গিয়ে প্রায় চার ঘণ্টা পার্থকে জেরা করেন ইডির তদন্তকারী অফিসাররা। সেই জেরার পরে দু'পক্ষকেই দৃশ্যত স্বস্তিতে দেখিয়েছে বলে সূত্রের খবর।

Partha-Arpita: সশরীরে নয়, বুধে ফের আদালতে ভার্চুয়াল হাজিরা পার্থ-অর্পিতার
গ্রাফিক্স - টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: বুধবার ফের আদালতে হাজিরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের। সংশোধনাগারে থাকাকালীন এই নিয়ে তৃতীয় দফায় আদালতে হাজিরা দেবেন পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়। তবে সশরীরে নয়, বুধবারও ভার্চুয়াল হাজিরা দেবেন এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ ও অর্পিতা। এর আগের বারও ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তাঁরা। পার্থ বাবু সশরীরে হাজিরা দিতে চাইলেও অনুমতি দেয়নি আদালত। তাঁর আইনজীবীদের তরফে ৩১ অগস্ট শেষ শুনানির সময়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছিলেন বিচারক। সংশোধনাগারে থাকাকালীন তিন দফায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে ইডি। সোমবারও বিকেলে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে গিয়ে প্রায় চার ঘণ্টা পার্থকে জেরা করেন ইডির তদন্তকারী অফিসাররা। সেই জেরার পরে দু’পক্ষকেই দৃশ্যত স্বস্তিতে দেখিয়েছে বলে সূত্রের খবর।

সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, শারীরিকভাবে আগের থেকে ভাল আছেন রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী। যদিও ৩১ অগস্টের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রাক্তন তৃণমূল মহাসচিবের শারীরিক পরিস্থিতির প্রসঙ্গ সামনে এনেই তাঁর জামিনের আবেদন করেছিলেন। তবে ইডির কাছে মাঝেমধ্যেই পার্থ-কেন্দ্রিক আর্থিক লেনদেন সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে বলে জানা গিয়েছে। ফলে সেইসব বিষয়কে সামনে রেখে ইডির তরফ থেকে পার্থ বাবুর জামিনের বিরোধিতা করা হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। অন্যদিকে পার্থের শারীরিক অবস্থাকে তুলে আবারও জামিনের আবেদন করতে পারেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবীরা।

সেই তুলনায় এখনও পর্যন্ত আলিপুর মহিলা সংশোধনাগারে দিন গুজরান করা অর্পিতা মুখোপাধ্যায়কে ইডির তদন্তকারী আধিকারিকদের জেরার মুখোমুখি (সংশোধনাগারে থাকাকালীন) কম হতে হয়েছে। যদিও তাঁর আইনজীবীদের তরফে জামিনের আবেদনের সম্ভাবনা কম বলেই সূত্র মারফত জানা গিয়েছে। এদিকে ‘জেল যাপনে’ পরিবর্তন ঘটেনি অর্পিতার। বরং মানিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। সূত্রের খবর, জেল জীবনে অনেকটাই ধাতস্থ হয়েছেন তিনি। অর্পিতার আইনজীবীরা জামিনের আবেদন না করায়, মহালয়ার সময় জেলেই কাটাতে হতে পারে অর্পিতাকে। অন্তত তেমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহলের ব্যক্তিরা।

Next Article