Partha Chatterjee: জেলে বসে মমতার সঙ্গে কথা বলেন? উত্তরে পার্থ বললেন…

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 14, 2025 | 5:02 PM

Partha Chatterjee:বস্তুত, এ রাজ্যের জেল নিয়ে বিস্ফোরক অভিযোগ করছিল বিরোধীরা। জেলে বসেই জঙ্গিরা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করছে। গুচ্ছ-গুচ্ছ এ হেন অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে কারা দফতর। উন্নত প্রযুক্তির জ্যামার লাগানোর জন্য সচেষ্ট হয়।

Partha Chatterjee: জেলে বসে মমতার সঙ্গে কথা বলেন? উত্তরে পার্থ বললেন...
পার্থ চট্টোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি জেলে বসেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথা বলেন। শুধু তাই নয়, জেলে বসেই নাকি তিনি একাধিক সুযোগ-সুবিধা পাচ্ছেন। বিস্ফোরক এই অভিযোগ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই নিয়েই পাল্টা জবাব দিলেন পার্থ। শুভেন্দুর উদ্দেশ্যে বললেন, “পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।”

বস্তুত, এ রাজ্যের জেল নিয়ে বিস্ফোরক অভিযোগ করছিল বিরোধীরা। জেলে বসেই জঙ্গিরা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করছে। গুচ্ছ-গুচ্ছ এ হেন অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে কারা দফতর। উন্নত প্রযুক্তির জ্যামার লাগানোর জন্য সচেষ্ট হয়। এরই মধ্যে সোমবার শুভেন্দু বলেন, “রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। আমি আগের কথা বলব না। সম্প্রতির কথা বলব। পার্থ যেদিন চান বেলের মোরব্বা খান। যে দিন চান খাসির মাংস খান। গত অষ্টমীতে লুচি-ছোলার ডাল খেয়েছেন। আমি বরাবরই দাবি করি পশ্চিমবঙ্গের বাইরে এই মামলাগুলি নিয়ে যাওয়া উচিৎ।”

এরপর আজ গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা পার্থকে প্রশ্ন করেন এই বিষয়ে। সেই সময় উত্তর দিতে গিয়ে তিনি কার্যত বিদ্রুপ করে বলেন, “পাগলে কি না বলে ছাগলে কি না খায়।” অর্থাৎ বিষয়টি তিনি যে একেবারেই পাত্তা দিতে নারাজা তা হাবেভাবে বুঝিয়ে দিলেন।

Next Article