বীরভূম: কোটি কোটির কেলেঙ্কারিতে পরতে পরতে নয়া ক্লু। এবার ইডির হাতে এসেছে বোলপুরের জমির দলিল। ২০১২ সালের জানুয়ারিতে কলকাতার সুসেন বন্দ্যোপাধ্যায়-শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যৌথভাবে শান্তিনিকেতনের ‘অপা’ বাড়ির জমি কেনেন পার্থ-অর্পিতা। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তবে কি আরও আগে থেকেই পরিচিতি?
৭ কাঠা জমির দলিলেও ফের সামনে এসেছে রাজীব দে লিঙ্ক। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে জাল বিছিয়েছিল ইডি। আর সেই জাল গোটাতেই কেঁচো খুড়তে কেউটে। পার্থ গ্রেফতারির পর থেকেই ফি-রোজ নয়া নয়া সাসপেন্স, নয়া ক্লু। সপ্তাহভর কেলেঙ্কারির সাতকাহনে উথাল পাথাল সুনামি। ঢেউয়ের ধাক্কায় টালমাটাল বাংলা।
ইমেজের ড্যামেজ় কন্ট্রোলে শেষমেশ শাসকদলের শাস্তির খাঁড়ায় পার্থ। ইডি গ্রেফতারির পর এবার মন্ত্রিত্ব, পদ, দল সব খুইয়ে ভরাডুবি হেভিওটেয়ের। তবে এখানেই শেষ। নামে-বেনামে সম্পত্তির হিসেব নিকেশে হিমশিম ইডি। সেই তথ্য সালাসেই আবারও নয়া তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে।
নাকতলা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে, বীরভূমের শান্তিনিকেতনে সম্পত্তির হদিশ আগেই মিলেছে। বাড়ির নাম তিতলি, তিতলি ছাড়াও অপা, চার বাড়ি সহ ৭ বাড়ি রয়েছে, অন্তত এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুধুই বাগান বাড়ি-বাংলো-ফ্ল্যাট নয়। বীরভূমেই আরও স্থাবর সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। TV9 বাংলার হা তে এসেছে বোলপুর শ্যামবাটির একটি জমির ডিড।
পোড়খাওয়া রাজনীতিক যে দীর্ঘদিন ধরেই একটু একটু করে দুর্নীতির অতল খাদে ডুবছিলেন স্পষ্ট নথিতেই। ২০১২ সালের জানুয়ারিতে অর্পিতার সঙ্গে মিলে শান্তিনিকেতনে বাড়ি কেনেন হেভিওয়েট। আর এখানেই প্রশ্ন উঠছে। তবে কি ইডি জেরায় মাত্র একযুগের চেনা পরিচিতির তথ্য ঠিক নয়? গোয়েন্দাদের ঘোল খাওয়াতেই কি মিথ্যাভাষণ অর্পিতার?
নতুন করে জলঘোলার মধ্যেই নথিতে সামনে এসেছে আরও দুটি নাম। কাদের উপস্থিতিতে জমি হস্তান্তরের চুক্তি সই হয়, সেই কলামে সাক্ষর দেবাশিস সরকার এবং রাজীব দের। দক্ষিণ কলকাতার পার্থঘনিষ্ট দুই প্রোমোটার। অপা কেলেঙ্কারির ঘোলা জলে যখন হাবুডুবু গোটা বাংলা তখন TV9 বাংলার সুপার এক্সক্লুসিভে আগেই ফাঁস হয়েছে একাধিক ভুয়ো কোম্পানি যোগ।
কালো টাকা সাদা করার কারসাজিতে বারবার জড়িয়েছিল নাকতলার রাজীব দের নাম। অর্পিতার আবাসনের গ্যারাজ থেকে উধাও মার্সিডিজ বেঞ্জেও মিলেছিল রাজীব-লিঙ্ক। অর্থাৎ পার্থ যদি দাবার ছকে রাজা হন, তবে উজির পেয়াদা একাধিক। কালো টাকার কালি ধুয়ে ফেলতে প্রাক্তন মন্ত্রীমশাইয়ের হয়ে চাল দিতেন বোড়েরাই।