Partha Chatterjee: ‘মমতা-অভিষেক বলছেন…’, দলের বিরুদ্ধে এবার অন্য সুর জেলবন্দি পার্থর গলায়
Partha Chatterjee: ইতিমধ্যে একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় আদালতে জানিয়েছেন, তিনি ষড়যন্ত্রের শিকার। বছর ঘুরলেও তাই এখনও তাঁর গ্রেফতারি মামলায় কোনও অগ্রগতি হয়নি। অথচ তাঁকে জামিনও দেওয়া হচ্ছে না।
কলকাতা: এক বছর ধরে সংশোধনাগারে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত বছর ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন তিনি। এক বছর পার হল সোমবার। এতদিন দলের বিরুদ্ধে একটি কথাও বলতে শোনা যায়নি পার্থ চট্টোপাধ্যায়কে। বরং দল তাঁর পাশে না দাঁড়ালেও তিনি দলের হয়েই ‘ভাল ভাল’ কথা বলে চলছিলেন। তবে সূত্রের খবর, বছর ঘুরলেও পার্থর জেল-জীবনে কোনও বদল না আসায় ধীরে ধীরে অন্য সুর চড়াচ্ছেন তিনি। সূত্রের দাবি, তিনি নাকি এমনও বলছেন, ‘ভারতের আর একটা দল দেখাও, যাদের লোক অ্যারেস্ট হয়ে আছে আর তারা কিছু বলছে না।’
নিয়োগ কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এক বছর আগে গ্রেফতার হন পার্থ। তাঁর গ্রেফতারির পর দলের তরফে অবস্থান স্পষ্ট করেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত পদ থেকে পার্থকে সরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে অভিষেক দলের সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় যদি নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারেন, সসম্মানে দল তাঁকে ফিরিয়ে নেবে।
ইতিমধ্যে একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় আদালতে জানিয়েছেন, তিনি ষড়যন্ত্রের শিকার। বছর ঘুরলেও তাই এখনও তাঁর গ্রেফতারি মামলায় কোনও অগ্রগতি হয়নি। অথচ তাঁকে জামিনও দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, পার্থকে নাকি বলতে শোনা যায়, ‘এক বছর হয়ে গেল আমি জেলের ভিতরে আছি। আর বেরোতে পারব কি না জানি না। আমার জীবনের শেষ কিছুদিন এইভাবে কেড়ে নেওয়া হচ্ছে। বিচারের নামে প্রমাণ ছাড়া যা খুশি তাই বলছে। আর সবাই সেটাই সত্যি বলে মেনে নিচ্ছে। কেউ কোনও কথা বলছে না।’
সোমবার আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে তোলা হয়। সূত্রের খবর, সেখানেই ঘনিষ্ঠ মহলে পার্থ খেদ প্রকাশ করেন। দলের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশের পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাও বলেন বলে সূত্রের খবর। সূত্রের দাবি, পার্থ বলেন, ‘মমতা, অভিষেকের কাছে আমার নিবেদন, ওঁরা বলছেন নির্দোষ প্রমাণ হতে হবে। আরে আমি তো বলছি আমি নির্দোষ। আর কীভাবে আমি প্রমাণ করব আমি নির্দোষ?’